Ameen Qudir
Published:2018-04-16 18:53:17 BdST
সর্বহারা পরিচয়ে ৩৫ লাখ টাকা চেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ডাক্তারদেরকে ফোন
প্রতিকী ছবি
ডা. কামরুল হাসান সোহেল
_______________________________
সর্বহারা দলের পরিচয়ে একজন ব্রাক্ষণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের পরিসংখ্যানবিদ ইউসুফ সরকার, প্রধান অফিস সহকারী মোঃ কবির হোসেন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ এনামুল হক, ইউএইচএফপিও ডাঃ মুহাম্মদ মামুন খান স্যার কে একটি মোবাইল নাম্বার থেকে ফোন দেয়। সে নিজেকে সর্বহারা দলের একজন কর্মী পরিচয় দিয়ে সালাম দিয়ে তার লিডারের সাথে কথা বলতে বলে।
তখন লিডার বলে পুলিশ-র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে তাদের ৩৫ জন গুরুতর আহত,তাদের চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা লাগবে।তাদের নাম্বারে ৩৫ হাজার টাকা পাঠাতে বলে যদি না পাঠায় তাহলে তারা পরিবারের সদস্যদের ক্ষতি করবে।তাদের কথা পুলিশ-র্যাবকে জানিয়ে লাভ হবেনা,তারা জানে সর্বহারারা এইসব করে। পুলিশ-র্যাব তাদের কিছু করতে পারবেনা। তাই পুলিশ-র্যাবকে না জানিয়ে পরিবারকে নিরাপদ রাখতে চাইলে তাদের যেন টাকাটা চুপচাপ পাঠিয়ে দেয়।
এই ঘটনা স্থানীয় থানাকে জানানো হয়েছে, জিডি করার জন্য পরামর্শ দিয়েছে।
_______________________________

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: