Ameen Qudir
Published:2018-04-15 15:04:36 BdST
দুই বাংলাদেশী সমকামীর ছবি :বিশেষজ্ঞ অধ্যাপক জানালেন: এটা অমার্জিত ,নোংরা
দুই বাংলাদেশী সমকামীর ছবি :নিয়ে আলোচনার ঝড়। ছবি ইনটারনেট থেকে পাওয়া।
অধ্যাপক ডা. মুজিবুল হক
_________________________________
আমেরিকাতে দুই বাংলাদেশী পুরুষ বিয়ে করে সদম্ভ ছবি ছাপিয়েছেন। ফেসবুকে দেখেছি। এ এই মাত্র দেখছি!
দাবী করা হয়, homosexuality একটা genetic সমস্যা, কাজেই আইন সম্মত করা হোক। এ কারনে ইউরোপ তো এসব মেনে নিতে আপত্তি করতে চায় না। আর আমেরিকানদের ডেমোক্রেটিক পার্টি এদের ভোট ব্যাঙ্ক মনে করে।
অথচ সারাটা দুনিয়া এর বিপক্ষে । ইসলাম ধর্ম এর বিপক্ষে।এটা অমার্জিত ,নোংরা।
এদেশে homosexual দের সমিতির 'বন্ধু' এর সদস্য সংখা ৫০০০। এদের রোগ শোকের সঙ্গে এইচ আইভি/এইডস-এর নিবিড় সর্ম্প থাকায়; আমি ঢাকা মেডিকেলের অধ্যাপক থাকতে, এদের সমিতির সংগে মিলে কিছু গবেষণায় যুক্ত ছিলাম।
এদেশে বড় সংখ্যায় সমকামি রয়েছে। তাই বলে বিয়ে! । হিজরাদের মধ্যে transsexual ( ছেলে, ১০০% , কিন্তু পাগলের মত , মেয়ে হতে চায়! , এমনটি গুটিকয়েক genuine case ছাড়া এ দেশের ৯০০০( সরকারি হিসেব মতে ) হিজড়া নামের জনগোষ্ঠীর বাকিরা প্রতারক।
আর বাংলাদেশীদের মধ্যে পুরুষ পুরুষ বিয়ে? বাঙ্গালীর উৎসব ঘেরা আনন্দময় এই দিনে এসব নিয়ে আলোচনা করতে ভব্যতায় বাধছিল । ওরা কি উৎসবকে কলঙ্কিত করতে চাইছে!
হুমায়ু ন আহমদ কোথায় যেনো বলেছিলেন, "মাইরের উপরে আর ভিটামিন নাই' - দেশে এলে
এই থেরাপি প্রয়োগ করতে হবে, মনে হয়।
_____________________________

FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2
আপনার মতামত দিন: