Ameen Qudir
Published:2018-04-14 23:15:18 BdST
২০ তলা ভবনের স্বপ্ন বাস্তবায়নের পথে চট্টগ্রাম বিএমএ
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন: বিএমএ , চট্টগ্রামের উদযোগে হতে যাচ্ছে বিএমএর বিস্ময়কর স্থাপনা। ২০তলা ভবন।
ডাক্তার প্রতিদিন
___________________________
বন্দরনগরী ও বাংলাদেশের বানিজ্য রাজধানী চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন: বিএমএ , চট্টগ্রামের উদযোগে হতে যাচ্ছে বিএমএর বিস্ময়কর স্থাপনা। ২০তলা ভবন। জানা গেছে, ভবনের জোর প্রস্তুতি চলছে। নকশা সহ নানা কাজ এগোচ্ছে দ্রুতগতিতে। স্বপ্ন বাস্তবায়ন হবেই। জোর আশাবাদ চট্টগ্রাম বিএমএ নেতাদের।
চট্টগ্রাম বিএমএর মহাসচিব ডা. ফয়সল ইকবাল চেীধুরী সম্প্রতি প্রস্তাবিত চট্টগ্রাম বিএমএ ভবনের একটি নকশাছবিসহ কিছু তথ্য জানিয়েছেন।তিনি জানান,
প্রস্তাবিত বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম,এর ২০ তলা বিশিষ্ট ভবন। যাতে থাকবে একটি অডিটোরিয়াম, অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি,সুপরিসর বি এম এ কার্য্যালয়, চিকিৎসকদের জন্য ডাইনিং সুবিধাসহ রেস্ট হাউস, নামাজের জায়গা , রিক্রিয়েশন সেন্টার, চিকিৎসকদের জন্য ডে কেয়ার সেন্টার।

আপনার মতামত দিন: