Ameen Qudir

Published:
2018-04-14 17:07:15 BdST

আজ পহেলা বৈশাখ


 


ডা. জিয়া সাঈদ
________________________________

কাল রাতে খ্যাত রাজপথ
আজ অজস্র আমোদী শিশুদের মুখ-
চিত্রকরদের ক্যানভাস
আজ পহেলা বৈশাখ ।

আজ রমনায় ছায়ানট
ভৈরবীর সুরে স্নিগ্ধ ভোর
অনিন্দ্যের অঙ্গীকার আর
ঐতিহ্যের স্মারকে সরব 'চারুকলা'
শিল্পীত মঙ্গল যাত্রা
আজ পহেলা বৈশাখ ।

আজ সারাদিন
সারাটা শহরে সাদা শাড়ি লাল পাড়
ফুলের মুকুটে শোভিত শোভনাদের
ছোট বড় দল
সূচিশিল্প খচিত ফতুয়া, পাঞ্জাবির কলরোল
আজ পহেলা বৈশাখ ।

গাঁয়ের আকাশে আজ ঘুড়ির জমক
বুড়ি বটতলে ঢাক ঢোল
নগরীর মঞ্চে মঞ্চে নতুন পুরাণ
সব সুরের মেলবন্ধন
আজ পহেলা বৈশাখ ।

মেঘলা কিংবা রোদেলা
যেমনই হোক আজ আকাশের ধাঁচ
সুনন্দ গন্ধ ছড়াবে সমগ্র বাংলার বাতাস
আজ পহেলা বৈশাখ....
_________________________________

ডা. জিয়া সাঈদ ।

 

কবি। লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়