Ameen Qudir
Published:2018-04-13 18:04:41 BdST
কৃষ্ণচূড়া রাঙা রঙ, কামিনীফুলের গন্ধ নিবিড় কুন্তলে
নববর্ষ সমাগমে
ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
________________________
এখনো দেখিনি তার মুখ, ঘোমটায় ঢাকা
কে জানে কাজল চোখে ঝড় না বর্ষণ, দেখেছি কেবল
স্বপ্নবোনা আঁচলে খচিত, তারা তারা নিমফুল
তরুণ চরণে, কৃষ্ণচূড়া রাঙা রঙ,
কামিনীফুলের গন্ধ নিবিড় কুন্তলে, উৎসুক আঘ্রাণ ।
পড়ে আছে জরতীর মৃতদেহ,
ভাঙা নড়ি, বৃদ্ধার সম্বল --
আহা কেটে গেছে কতদিন, ভালোয় মন্দয়।
ভালোলাগা, ভালোবাসা,হাসিকান্না, অভিমান,
দূ:খে সুখে রেখাঙ্কিত চেনা মুখখানি
ঢেকে নিল স্বপ্নবোনা শাড়ির আঁচলে
তারা তারা নিমফুল নিমফুল আঁকা।
_________________________

সুলেখক । কবি।
Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC)
__________________________
ছবি সৌজন্য : মেসবাহ উদ্দিন আহমেদ।
আপনার মতামত দিন: