Ameen Qudir

Published:
2018-04-08 15:00:03 BdST

'চাইনিজ ভার্সিটির জাল সনদ জমা দিয়ে রেজি: নিলে তাকে আজ ধরা খেতে হতো না'


'বাংলাদেশের সবচেয়ে মেধাবী জালিয়াত সে, যে জীবনে কোনদিন মেডিক্যাল কলেজের পথে পা না মাড়িয়েও বিএমডিসির রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক!'

 

ডা. কামরুল হাসান সোহেল
______________________________

বেচারা রেজাউল করিম । আহারে।
বাংলাদেশের সবচেয়ে মেধাবী জালিয়াত, যে জীবনে কোনদিন মেডিক্যাল কলেজের পথে পা না মাড়িয়েও বিএমডিসির রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক! শুধু তা ই নয় মেডিক্যাল সায়েন্স না পড়েও সে রাজশাহী মেডিক্যাল কলেজে ডি এ কোর্সে চান্স পেয়েছে, কত মেধাবী সে!!! দুই বছর পড়াশুনা করেছে কিন্তু ডিএ পাস করতে পারেনি। একটু বোকামি করেছে সে বাংলাদেশের প্রাইভেট মেডিক্যাল কলেজের সনদ জাল করে বিএমডিসির রেজিস্ট্রেশন নেয়ায় ধরা খেয়ে গেল যদি চাইনিজ কোন ভার্সিটির জাল সনদ জমা দিয়ে রেজিস্ট্রেশন নিতো তাহলে আজ ধরা খেতে হতো না, এমন কত শত শত আছে। বোকা ছেলে দেশের মেডিক্যাল কলেজের জাল সনদ জমা দিয়ে ধরা খেল।
_______________________________

ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়