Ameen Qudir

Published:
2018-04-05 04:32:08 BdST

তিন কাঠায় বিশাল এই ফ্লাট বাড়ি মাত্র পৌনে দু কোটি টাকায় সম্ভব





ডাক্তার প্রতিদিন
____________________________

একটু আশ্রয়ের জন্য মানুষের আগ্রহ চিরন্তন। প্রতি সপ্তাহে শত পাঠকের ফোন আসে ডাক্তার প্রতিদিন দপ্তরে। কেন আমরা বাড়ি নির্মাণ নিয়ে আগ্রহ জাগানিয়া লেখা দিচ্ছি না। পাঠকদের বেশীর ভাগই পেশায় চিকিৎসক। তাদের অনুরোধ এই লেখা থামিয়ে দেবেন না।
পাঠকদের এই ব্যাপক চাহিদা ও আগ্রহের জন্য বর্ণা ইঞ্জিনিয়ারিং-এর অারও একটি তথ্য সমৃদ্ধ লেখা প্রকাশ করা হল বর্ণার সৌজন্যে।

প্রজেক্ট নাম পিদিম
ঠিকানা:- বসুন্ধরা আবাসিক এলাকা, ব্লক-এম
আয়তন:- প্রতি ফ্লোরে ১৫৫০ স্কয়ারফিট (বারান্দা সহ)
জমির পরিমান:- ৫ শতাংশ( তিন কাঠা) ২১৬০ স্কয়ারফিট
খরচ:- আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ টাকা

অসাধারণ এই বিল্ডিংটি নির্মিত হতে যাচ্ছে রাজধানি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাতে। বাড়ির মালিক আমাদের সাথে যোগাযোগ করেন এবং জানান যে তিনি এই জমিতে একটি ট্রিপ্লেক্স করে থাকতে চান। এছাড়াও পুরো ৬ তলা বাড়ির বাকিটুকুন তিনি ভাড়া দেবেন। আমরা সেই হিসেবে ৬ তলার ডিজাইন করি। প্রথম দুই তলার প্রতি তলায় একটি করে ফ্লাট, এর পরের তিন তলায় বাড়ির মালিকের নিজের থাকার জন্য একটি আকর্ষনীয় ট্রিপ্লেক্স ডিজাইন করা হয়েছে। আমরা ডিজাইনের সময় বাড়ির মালিকের পছন্দ, অপছন্দ সহ সকল বিষয়গুলো সর্বাগ্রে প্রধান্য দিয়ে তারপরেই ডিজাইন করেছি।

বাড়িটির ডিটেইলস

 

বাড়িটির ডিটেইলস

নিচতলাতে আছে:-
১) গাড়ির জন্য পার্কিং স্পেস
২) একটি গার্ডরুম
৩) লিফ্ট এবং সিড়ি রুম
৫) ড্রইভার ওয়েটিং রুম
৬) জেনারেটর রুম

ট্রিপ্লেক্সে আছে:-
নিচতলা (বিল্ডিং এর চতুর্থ তলা)
১) একটি ড্রইংরুম
২) একটি ডাইনিং রুম
৩) একটা কিচেন ব্লক( ওয়েট কিচেন, ড্রাই কিচেন, সার্ভেন্ট বেড, সার্ভেন্ট বাথ, বারান্দা)
৪) একটি গেস্টবেড সাথে এটাচ বাথরুম
৫) একটি কমন টয়লেট
৬) একটি আলাদা সিড়ি

দ্বিতীয় তলাতে আছে(বিল্ডিং এর পঞ্চম)
১) চারটি বেডরুম সাথে চারটি এটাচ বাথরুম
২) তিনটি বেড এর সাথে তিনটি বারান্দা
৩) একটি ফ্যামিলি লিভিং।

তৃতীয় তলাতে আছে (বিল্ডিং এর ষষ্ঠ)
১) একটি সুবিশাল মুভি থিয়েটার , সাথে ব্শিাল ওপেন রিক্রেয়শনাল রুম, একটি বারান্দা, লাগোয়া একটি নামাজের রুম
২) একটি ওপেন বাগানের জন্য স্পেস
৩) একটি ড্রাই কিচেন
৪) একটি কমন বাথরুম

ছাদের রয়েছে
১) একটি ইনডোর গেম রুম
২) লন্ড্রি রুম কাম জিম রুম
৩) ওপেন বারবিকিউ স্পেস

প্রথম এবং দ্বিতীয় তলাতে রয়েছে
১) তিনটি বেড, সাথে দুইটি এটাচ বাথরুম
২) একটি ড্রইং, একটি ডাইনিং

ডিজাইন টিম
আর্কিটেক্টঃ মহিউদ্দিন মাসুদ , দেলোয়ার হোসাইন, তাওহিদ আহমেদ।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী, আয়শা সিদ্দিকা মুক্তি
থ্রিডি ডিজাইনারঃ রুবেল মাহমুদ

বিদ্র:- এই বাড়িতে প্রতি ফ্লোরে ১৫৫০ স্কয়ারফিট করে ৬.৫ টি ফ্লোরে মোট ১০,০০০ স্কয়ারফিট আছে। আমরা কস্টিং এর সময় প্রতি স্কয়ারফিট এ ১৭০০ টাকা করে খরচ ধরেছি। এতে মোটামুটি ১ কোটি ৭০ লক্ষ টাকার মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। এই খরচে মিডিয়াম ফিনিশিং এ কাজ করা যাবে। আপনি যদি আরো বেশি ভালো মালামাল ব্যবহার করতে চান তবে আরো বেশি খরচ হবে। প্রমাণ হিসেবে পুরো বাড়ির খরচের এস্টিমেট এবং মালামালের হিসেব এর ছবি সাথে দিয়ে দেয়া হলো। অনুগ্রহ করে মিলিয়ে নিন।বাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল করুন
Engr. Boshor Siddiqe, 01763851107, 01768096136

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়