Ameen Qudir
Published:2016-12-05 04:20:02 BdST
ইন্ডিয়ান ভিসার লাইনে দাঁড়িয়ে এই লেখাটি পড়ুন, হেপি স্মাইল , গ্যারান্টি
_____________________________
দেবাশীষ ঘোষ
_________________________
--ক্রিংক্রিং ক্রিংক্রিং ই ই ই ই ই.. ডোমিনোজে ফোন।
-একটা স্মল পিজ্জা, উইথ এক্সট্রা টপিংস পাঠিয়ে দিন। প্লিজ, একটু তাড়াতাড়ি।
-নিশ্চয় স্যার..!! ইয়ে, মানে যদি একটু ঠিকানাটা দেন, দয়া করে।
-বসন্ত কুঞ্জ, সেক্টর দুই,স্টেটব্যাংক লাইনে, ১৫৯ নম্বর, হলদে টী শার্ট..!!
_________________________
লেখক দেবাশীষ ঘোষ , বাংলা র জনপ্রিয় রসকনিকা রচয়িতা।
আপনার মতামত দিন: