Ameen Qudir
Published:2016-12-04 21:44:52 BdST
কই মাছও যে কখনও বলে, সরকার জিন্দাবাদ : জানেন কি !
দেবাশীষ ঘোষ
____________________________
রামলাল নস্কর বাবু পুকুর থেকে দুটি কই মাছ ধরে বাড়ি ঢোকেন। আজ তার সাধ হয়েছে গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে তেল কই রান্না করে খাবেন।
কিন্তু বাড়ি এসে দেখেন না আছে গ্যাস, না আছে চাল। তেল, নুনেরও বাড়ন্ত অবস্থা আর ইলেক্ট্রিক বিলের টাকা দিতে পারেননি বলে সেটাও কাটা গেছে। মাছ ধরার উত্তেজনায় ভুলেই বসেছিলেন, গত পনেরো দিন ধরে তাঁর পকেট শুন্য।
মনের দূঃখে তিনি আবার পুকুরে গিয়ে মাছ দুটোকে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেন। জলে পড়া মাত্র মাছগুলো চেঁচিয়ে ওঠে,
"সরকার জিন্দাবাদ। মহামহিমের জয় হোক"।
____________________________
লেখক দেবাশীষ ঘোষ । বাংলার জনপ্রিয় রসকনিকা রচয়িতা। তাঁর পাঠ জনপ্রিয়তা এখন তুঙ্গস্পর্শী।
আপনার মতামত দিন: