Ameen Qudir

Published:
2018-03-04 01:44:08 BdST

ড. মুহাম্মদ জাফর ইকবালের পাশে সিলেটের সর্বস্তরের ডাক্তারবৃন্দ,স্যার আশঙ্কামুক্ত



ডেস্ক রিপোর্ট ---------------------
দুস্কৃতকারী তরুণের ছুরিকাঘাতে গুরুতর আহত ড. মুহাম্মদ জাফর ইকবালের পাশে সিলেটের সর্বস্তরের ডাক্তারবৃন্দ । তারা স্যারের সুস্থতা নিশ্চিত করতে শপথ নিয়েছেন। সর্বশেষ খবরে জানা গেছে, স্যার এখন আশঙ্কামুক্ত । সিলেটের ডাক্তার সমাজের ঐকান্তিক প্রচেষ্টা , নিবিড় তত্ত্বাবধান ও সজাগ প্রহরায় তিনি এখন বিপদমুক্ত।
এ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে ডাক্তারপেশাজীবী, বুদ্ধিজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিক্ষুব্ধদের প্রশ্ন , সমাজ কি ভাল মানুষের জন্য বসবাস অযোগ্য হয়ে পড়েছে। এই হামলা প্রতিরোধ করতে হবে। সবাইকে জাগতে হবে শুভবুদ্ধিতে।
প্রখ্যাত কবি অধ্যাপক ডা. অনির্বাণ বিশ্বাস কলকাতা থেকে বলেন, এমন নৃশংস নক্কারজনক ঘটনার ধিক্কার জানাই ।
ডা. সালেহ মনির রাজী বলেন,
মুহম্মদ জাফর ইকবাল স্যার কে ছুরিকাহত নয়, ছুরিকাহত সকল শুভ বুদ্ধি, মুক্তিযুদ্ধ চেতনা।
স্যারের জন্য প্রার্থনা করি সকলে।
লেখক ডা.নাসিমুন নাহার বলেন,কি আজব এক দেশ!
একটা মানুষের মত এবং জীবনবোধ আমার সাথে মিলছে না বলে তাকে মেরে ফেলার চেষ্টা করতে হবে ?
আর কত ?
বিক্ষুব্ধ চিত্তে ডা. শিরিন সাবিহা তন্বী বলেন,এই একখানা অপকর্মই বাকী ছিল। জাফর ইকবাল স্যারকে ছুরিকাঘাত! আর কত দেশপ্রেমিকের রক্ত চাই পোড়াকপালী বাংলাদেশটার?

বাংলাদেশ ডেন্টাল কলেজের আরাফাত নিলয় বলেন,
স্যারকে ভালবাসেন এমন যারা আছেন স্যারের প্রতি একটু খেয়াল রাখবেন। তাঁর প্রতি তীব্র ক্ষোভ পুষে রাখেন এমন অনেক মানুষ আছে। এরা যেনো স্যারের উপর দ্বিতীয়বার আঘাত হানার সুযোগ না পায়।

ড. মুহাম্মদ জাফর ইকবালের মত মানুষ আমাদের দেশের জন্য প্রচন্ড দরকার।

আদদ্বীন হাসপাতালের সনোলজিস্ট ডা. চৈতী মালাকার বলেন, মানুষ এত ভয়ঙকর হয় কিভাবে! ভাবাই যায় না।
ডা. মাহফুজা লুনা বলেন,
হাত কাঁপছে আমার...
শেষ খবর পেলাম: স্যারের অবস্থা এখন শংকামুক্ত। সিলেট ওসমানী মেডিকেলের নিউরোসার্জারী ডিপার্টমেন্ট( ৩য় তলা,১১ নং ওয়ার্ড) এ ভর্তি আছেন।
এদেশ আসলেই কাউকে বাঁচতে দিবে না আর।
ডা. প্রসেনজিত সরকার ক্ষুব্ধকন্ঠে বলেন,প্রিয় জাফর ইকবাল স্যার,
খুব দুঃখের সাথে জানাচ্ছি যে ধর্মান্ধ সর্বস্ব এই দেশ আপনাকে একটুও ডিজার্ভ করে না। এই যাত্রায় প্রাণে বেঁচে গেলে দয়া করে প্রবাসী হয়ে নিরাপদে বাঁচুন এই শকুনদের হাতের নাগাল থেকে। আপনার মত মানুষের এখনো খুব দরকার আমাদের।
এ ব্যাপারে কুমিল্লা বিএমএ সদস্য ডা. কামরুল হাসান সোহেল বলেন,
ড. মুহম্মদ জাফর ইকবাল কে ছুরিকাঘাত!! দুষ্কৃতিকারীরা এখনো এত বড় ঘটনা ঘটাতে পারে? তারা এখনো কতটা সক্রিয় এই ঘটনা তার প্রমাণ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়