Ameen Qudir

Published:
2018-03-04 00:58:31 BdST

ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত,গুরুতর আহত



ডেস্ক রিপোর্ট ---------------------
মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা.শাব্বির হোসেন খান জানাচ্ছেন,
ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। তার মাথায় আঘাত করা হয়েছে। বিকেল ৫:৫০ এর দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সীতে নেয়া হলে তাকে নিউরোসার্জারীতে এডমিশন দেয়া হয়। তিনি সুস্থ্য আছেন এবং কথা বলছিলেন। হামলাকারীকেও আটক করা হয়েছে।
ড. মুহাম্মদ জাফর ইকবালকেহামলার ঘটনার নিন্দা সর্বত্র। সর্বস্তরেই ক্ষোভ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ।

ওদিকে মিডিয়ার খবরে জানা যায়, জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার ৬টার দিকে এক যুবক হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে পুলিশের একই মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, হামলাকারী ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই যুবককে এখন আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনে রাখা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না বহিরাগত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ ব্যাপারে কুমিল্লা বিএমএ সদস্য ডা. কামরুল হাসান সোহেল বলেন,
ড. মুহম্মদ জাফর ইকবাল কে ছুরিকাঘাত!! দুষ্কৃতিকারীরা এখনো এত বড় ঘটনা ঘটাতে পারে? তারা এখনো কতটা সক্রিয় এই ঘটনা তার প্রমাণ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়