Ameen Qudir

Published:
2018-03-03 15:57:33 BdST

বাবা বাড়ি নেই


 


ডা. জিয়া সাঈদ

________________________


বাবা বাড়ি নেই
ছায়া আছে ঘরে
সকল দোহাই ডাক মাথা কুটে মরে
পাতা ঝরে বৃষ্টি ও বিলাপে
তবু সে নিঃশব্দে নির্বিকার চলে যায়
যেতে থাকে গাঢ়তম তমসার দিকে
কোনোমতে দিন যায়-শিশিরে শিশিরে রাত্রি ঝরে
শেষ লঞ্চটাও ঘাটে ভিড়ে
অভিমানী লোকটা ফেরে না
সারারাত জায়নামাজে বসে থাকে মা
জ্বলে জ্বলে গলে পড়ে মোম ।

গভীর সমুদ্রে নবীন নাবিক আমি
পাশে নেই তুমি আজ- ভেতরে ভেতরে কাঁপি আমি
ঢেউয়ে ঢেউয়ে কেঁপে ওঠে শিশুগুলি
এমন দুর্দিনে কখনো ছিলে না দূরে-
দূরে গিয়ে বোঝালে কত কাছের ছিলে
কতটা সহায়-
পদে পদে তোমার অভাব বাজে আজ-
বাজে বাঁকে বাঁকে,
বিজয়ের সংবাদে বাজে-পরাজয়ে সারারাত।

বাবা বাড়ি নেই
বাড়ি ফেরার পথটা এসে
থেমে আছে এখন মসজিদের পাশে
অবোধ হৃদয় ডেকে নিলে সেইখানে
নিঝুম দ্বীপের মতন সেই নির্জনে
দিব্যদর্শী হতে বসে থাকি সমাহিত
তবু আর বাবাকে দেখি না
বাবা বলে ডাক দিলে দেখি
অকস্মাৎ জলের ধারা নিত্য নিম্নগামীতা ভুলে
কেবলই আজ ঊর্ধ্বমুখী হতে থাকে
নাহলে এত গভীর থেকে এত জল
কী করে উঠে আসে দু'চোখে....
______________________

ডা. জিয়া সাঈদ; লোকপ্রিয় মরমী কবি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়