Ameen Qudir

Published:
2018-02-26 16:51:57 BdST

পথচলতি কোনো নারীকে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যু ঘোষণা করা হউক


 

 



ডাক্তার প্রতিদিন____________________


ফরিদপুর গণধর্ষণ :সমাজের সর্ব স্তরে তীব্র প্রতি বাদ।
সুপ্রীম কো র্টে র আইন জীবি লুবনা ইয়াসমি ন লিখেছেন,
একজন মেয়ে যদি রাত আটটায় একা একা চলাফেরা করতে না পারে তাহলে নারীসমাজ কাজ করবে কিভাবে? গতকাল রাত ১০ টার পরে যখন ঢাকার রাস্তায় আমি একা বাসায় ফেরার কথা চিন্তা করছি আমি আমার ছেলে বন্ধুদের সহোযোগীতা নিয়ে বাসার কাছে পর্যন্ত এসেছি সিএনজিতে করে। একা আসার সাহস পাইনি। এই ধরণের ঘটনা একা চলাফেরা করার জন্য হুমকি বটে। কিন্তু এই নরপশুদের বিচার কেন হয় না! মৃত্যু দন্ড একমাত্র এবং একমাত্র শাস্তি হওয়া দরকার। পথচলতি কোনো নারীকে জোর পুর্বক ধর্ষনের শাস্তি মৃত্যু ঘোষণা করা হউক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়