Ameen Qudir

Published:
2016-12-04 01:00:35 BdST

নারী ডাক্তারের এইম ইন লাইফ : ডাক্তারি না গৃহিনী !


 

 

 

তানভীর আহমেদ তালুকদার

_______________________


ডাক্তারি না গৃহিনী : কি বেছে নিবে মেয়েরা?
গল্পটা এক মিড লেভেলের স্যারের মুখে শুনা,উনি একদিন এক ইন্টার্ন আপুকে জিজ্ঞেস করছিলেন,
.
: ভবিষ্যৎ এ তোর প্ল্যান কি?
: গৃহিনী হবো
: ডাক্তারি পড়তেছিস গৃহিনী হবার জন্য?
: এত টাকা দিয়ে কি করবো! জামাই তো ইনকাম করবেই।
.
এ তো গেল এক আপুর কথা। যিনি গৃহিনী হতে চান। আবার এমন অনেকে আছেন, যারা গৃহিনী হয়ে যান।
.
স্যার খুব হতাশ হয়ে বলছিলেন, ডাক্তারিতে চান্স পাওয়া একটা ব্লেসিং। এই পেশাতে এসেও গৃহিনী হতে চাওয়াটা দুর্ভাগ্যজনক।
.
আবার আমার অনেক বন্ধুদের সাথে আলাপ করে যেটা বুঝেছি, তারা যদি ডাক্তার মেয়ে বিয়ে করে, তাহলে চাকরি করাবে না, আর যদি পড়তেও চায়, বড়জোর বেসিক সাবজেক্ট! তাদের মতে "এত টাকার কি দরকার?"
.
এখন আসি অন্য পয়েন্টে। স্যারের একটা কথা ভালো লেগেছে। বুড়ো বয়সে এসে এই দেশের মহিলারা দুটো কাজ করেন, "এক হলো সন্দেহ করা, আরেক হলো কাজের লোক পিটানো!"

এটা হয়তো সবাই করেন না। কিন্তু শহুরে এলাকার অনেকেই করেন। আমরা অবশ্য বলতেছিলাম, " স্টার জলসা/স্টার প্লাস দেখবে!"
.

কিন্তু তারা যদি চাকুরী করতো, বা অন্য কোন কাজে ব্যস্ত থাকতো তাহলে তাদের এই " সময় অলস " কাটতো না। আমি এই জায়গাটায় একমত।

যেসব মহিলা চাকুরীজীবী তারা সন্তানের মুখাপেক্ষী নন। তাছাড়া "বৃদ্ধাশ্রাম/ সিংগেল ফ্যামিলির" এই যুগে সাবলম্বী হওয়াটা জরুরি! (আমার মা'র মতে,যদিও তিনি গৃহিনী)
.
এখন কথা হলো, ডাক্তারি পড়তে আসা কেউ যদি গৃহিনী হতে চায়/ ভাগ্যদোষে গৃহিনী হয়েও যায়....এই দোষ কি পুরোপুরি সেই ডাক্তার মেয়েটির?....আমি মনে করি না, সমাজেরও দায় আছে।
.
ঘরে সন্তান রেখে, লাইব্রেরীর এক কোনায় বসে পড়া, গাধার খাটুনি খাটা, স্বামী সংসার মেইনটেইন করা, শ্বাশুরির মন রক্ষা করা, এত কিছুর পরেও যেসব মানুষ পোস্ট গ্রাজুয়েশন এর প্রস্তুতি নিচ্ছে, তাদের ডেডিকেশন লেভেল কতটুকু অনুমান করা যায়?
.
নিজের পায়ে দাঁড়ানোর আলাদা একটা মর্যাদা আছে, আমি তো বলি, এ যুগে কেউ কারো না, তাই নিজের ভবিষ্যৎ নিজেরই তৈরী করতে হবে, যাতে বৃদ্ধাশ্রমে কারো আশ্রয় খুঁজতে না হয়।

__________________________________


লেখক তানভীর আহমেদ তালুকদার

মেডিকেল শিক্ষার্থী
রংপুর মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়