Ameen Qudir

Published:
2018-02-06 17:18:48 BdST

ঢাকার রাস্তায় ভিআইপি লেন করার প্রস্তাব: মড়ার ওপর খাঁড়ার ঘা


 

 

ডা. সুলায়মান সুমন

__________________


একেই বলে মড়ার ওপর খাঁড়ার ঘা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবার যানবাহন ও ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের এ প্রস্তাবের ওপর ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ মতামত তৈরির কাজ করছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের এখানে ভিআইপিরা ডান দিক দিয়ে যান, উল্টো দিক দিয়ে যান, নানা রকম ঝামেলা হয়। বিশেষ করে জরুরি সেবার জন্য এ লেনটা জরুরি।’

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সৈয়দ আহমেদ প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত মিডিয়াকে করেছেন।

Image result for v i p road sign

 

হা হা হা। এটা একটা কাজের কাজ করেছেন।
কি একটা কথা আছে, ভাত দেওয়ার মুরোদ নেই , কিল দেবার কসাই।

আমাদের সাধারণ মানুষের অবস্থা ঠিক এখন এইসব প্রবাদ বাক্যের নির্যাতিত মানুষের মত।
এমনিতেই ঢাকা শহরে চলাচল দু:সাধ্য। ৩০ মিনিটের রাস্তায় ৩ ঘন্টা থেকে ৬-৭ ঘন্টাও লেগে যায়।
সড়ক অপ্রতুল। সেই অবস্থায় এইরকম উদ্ভট চিন্তা সত্যিই বিস্ময় কর। আমরা সাধারণ মানুষ বিস্মিত হতে হতে ক্লান্ত হয়ে পড়ছি।
কদিন আগে এই মাথামোটারাই স্কুলে চলন্ত সিড়ি চালুর পরিকল্পনা করে টাকা লুটের মহাপরিকল্পনা করেছে।
এরা নিজেদের সুখ সুবিধা ছাড়া কিছু বোঝে না।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, এধরণের গনবিরোধী উদ্ভট প্রস্তাব কোনভাবেই মেনে নেবেন না। এইসব প্রস্তাবকরা সরকারের ভাল চায় না। সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়।
মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সবরকম ষড়যন্ত্র সম্পর্কে যথাযোগ্য ব্যবস্থা নেবেন।
____________________

ডা. সুলায়মান সুমন , শাহবাগ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়