Ameen Qudir

Published:
2017-12-28 17:14:46 BdST

গালিব ও বাহাদুর শা জাফর


 

 

অধ্যাপক ডা. অনির্বান বিশ্বাস

__________________________

 

(লেখা এবং অনুবাদ,কাঁচা হ'তে পারে..তবে প্রানপনে চেষ্টা করেছি..সত্য ঘটনার ওপর লেখা) : লেখক

লালকেল্লায় একদিন মুশায়েরার আয়োজন করা হয়েছে। সেই মুশায়েরায় অংশ নেবেন বাহাদুর শা জাফর । এসেছেন মির্জা গালিবও। সম্রাট জাফর খাঁ আসতেই শুরু হলো মুশায়েরা। জাফর খাঁ দিল্লির সুলতান হলেও একজন উঁচুমাপের শায়ের ছিলেন। বাদশাহ জাফর খাঁ শুরু করলেন,
"ন কিসী কবি আঁখ কা নূর হুঁ,
ন কিসী কে দিল কা করার হুঁ,
জো কিসী কে কাম ন আ সরে
ম্যয় বহ্ এক সুস্তে-গুবার হুঁ।"
[আমি তো নই কারো নয়নমণি।
নইকো কারো মুখের খনি।
অকেজো সবার জানি।
এক মুঠি ধূলি মাত্র জানি।]
প্রথম পঙক্তি শেষ হতেই সরব করতালিতে জমে উঠল আসর। দ্বিতীয় ও তৃতীয় পঙক্তি আবৃত্তি করে শেষ পঙক্তি শুরু করলেন।
মৈঁ নঁহী হু নগ্ন-এ জাফিজা
মুলে সুনকে কোঙ্গ করেগা ক্যা
মৈঁ বড়ে বিরোগ কী হুঁ সদা
মৈঁ বড়ে দুখোঁ কী পুকার হুঁ।।
[আমি নই তো মনোমুগ্ধকারী গীত।
এ দুঃখ শুনে কেইবা করে হিত।
আমার ধ্বনি ভরে রিক্ত হৃদয়।
হাহাকার শুধু হৃদি ব্যথিতের।]
বিখ্যাত শায়েরদের শেষে গালিবের পালা এলো। গালিব আসরের দিকে চোখ বুলিয়ে শুরু করলেন :
আহ্ কো চাহিয়ে এক উম্র অর্স হোনে তক্
কৌন জীতা হ্যায় তেরী জুলফোঁকে সর হোনে তক্।
আশিকী সব্র তলব অওর তামান্না বেতাব,
দিল কায়া রঙ্গ রুরু খুনে জিগর হোনে তক্।
হমে মানা কি তগাফুল ন করোগে লেকিন,
গমে হস্তী ক ‘অসদ’ কিসএস হো জুজ্ মর্গে উলাজ,
শমা র্হ রঙ্গ সে জ্বলতী হ্যায় শর্হ হোনে তক।
[প্রেম ধৈর্যের অপেক্ষা রাখে, কিন্তু আকাঙ্খা যে উদগ্রীব।
আমি জানি তুমি আমাকে উপেক্ষা করবে না।
কিন্তু আমার খবর তোমার কাছে পৌঁছবার আগেই
আমি ধূলোয় মিশে যাবো।
মৃত্যু ছাড়া দু:খময় জীবনের আর কী প্রতিকার আছে
‘অসদ’(গালিব)..নানা রঙ ছড়িয়ে সামা (প্রদীপ) জ্বালাতেই থাকবে।]...
__________________

 

Image may contain: 1 person, eyeglasses


অধ্যাপক ডা. অনির্বান বিশ্বাস । কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। কবি ও চিন্তক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়