Ameen Qudir

Published:
2017-12-23 17:48:22 BdST

নারীবাদ এবং সামান্য প্রতিবাদ




 

 


মেজর ডা. খোশরোজ সামাদ


________________________________


১।এ বছর ওয়েবসাইটে সবচেয়ে ব্যবহৃত শব্দ নারীবাদ।আমাদের মাতা- ভগ্নী - স্ত্রী - কন্যারা তাদের অধিকারবোধে সোচ্চার হচ্ছেন।সাধুবাদ।

২।বিশ্বের সকল নারী যারা নির্যাতিত হয়েছেন তাদের সাথে সহমর্মীতা এবং শ্রদ্ধাবোধ জানাচ্ছি। ধিক্কার জানাই সকল ধর্ষকদের, যৌন হয়রানি করে সেইসব পুরুষদের । ঘৃণা জানাই সেইসব পুরুষদের যারা বিয়ের পূর্বশর্ত হিসেবে যৌতুকের পরিমাপ করেন।

৩।এ বছর খোদ হলিউডের নায়িকারা ' হ্যাশ ট্যাগ মি টু' জানিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ক্ষমতাধর নারীদের মনস্তাত্ত্বিক ও শারীরিক নির্যাতনের গোপন বিষয় প্রকাশ্যে এনেছেন।বলিউডের অসংখ্য অভিজাত ও ধনাঢ্য নায়িকারাও এই সারিতে এলেন।বিস্ময় নিয়ে দেখলাম বাংলাদেশের অসংখ্য নারী সোসাল মিডিয়ায় ' হ্যাশ ট্যাগ মি টু' ' র মত 'Taboo' প্রকাশ্যে এনেছেন।শুভ উদ্যোগ।

৪।খবরে দেখা গেল, কিছু নারী পরকীয়া প্রেমে মত্ত হয়ে শুধু সবামীকেই নয় শিশু সন্তানকে খুন করেছে। দেখা গেল সবামীর অর্থ - সম্পদ হাতিয়ে ড্রাইভারের সাথে ঘর ছেড়েছে কেউ কেউ।

৫। শিক্ষার্জনের চেয়ে ধূমপান বা মদপানকে আধুনিকতা মনে করছে অনেক নারী। বুদ্ধিবৃত্তির বিকাশের প্রতিযোগিতার চেয়ে স্বল্পবসনে সুন্দরী প্রতিযোগিতার ' কিউ' অনেক দীর্ঘ।

৬।যৌতুকের মিথ্যে দাবী করে জেলের ভাত খাওয়ানো হল নিরাপরাধ কিছু পুরুষকে। সহকর্মী পুরুষকে ডিঙিয়ে প্রমোশন পাওয়ার জন্য যৌন হয়রানির মিথ্যে অভিযোগে ক্যারিয়ার বিনষ্ট করা হল অনেক পুরুষের।

৭।দরিদ্র কবি জীবনানন্দ দাশের জীবন বিষময় করে তুলেছিলেন অহংকারী সুন্দরী স্ত্রী লাবণ্য। দম্পতিদের মধ্যে অধিক রোজগেরে স্ত্রী সবামীর দৈন্যকে নিত্য উপহাসের নজিরও পাওয়া গেল।উইলিয়াম শেক্সপীয়রের লেডী ম্যাকবেথ রাজত্বের লোভে পিতাসম রাজাকে হত্যা করতে ম্যাকবেথকে প্ররোচিত করেন !

৮।ইলামিত্র, প্রীতিলতার নাম না জানলেও হিন্দি ছবির ' চোলিকে পিছে কা হ্যায়' এর প্রতিটি অংগভংগী নিপুণভাবে অনেকেরই আত্মস্থ।

৯। মেধাদীপ্ত পোষ্টের চেয়ে বিজাতীয় পোষাকে অনেকের টাইমলাইন ঝলমলে। ম্যাসেঞ্জারে কল বা ইনবক্সে কিছু লিখা মাত্রই ' ব্লক'এর হুমকি দিয়ে সমাজে লব্ধ প্রতিষ্ঠ পুরুষকে ম্যাসেঞ্জারে কল বা ইনবক্সে ' হ্যালো' লিখতে অনেক নারীকে বেশী ব্যস্ত দেখা গেল।

১০।উগ্র যান্ত্রিক নারীবাদী প্রচারণায় একপাক্ষিকভাবে পুরুষকে দায়ী করা কি খুবই জরুরী? দিনশেষে দেখা গেল সেই নারীর কাছে পিতা বা ভাই বা সন্তান বা সবামী অথবা সবাইকেই নিয়েই একশিলাসম সংসারের স্বপ্ন অনেক বেশী সুন্দর, অনেক বেশী সত্য !

 

-______________________

 

মেজর ডা. খোশরোজ সামাদ ।

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী এই ইউনিটটি সেনা, নৌ,বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনীতে ব্যবহারকৃত সকল খাদ্যসামগ্রী এবং ড্রাগ তথা ওষুধ পথ্য পরীক্ষা - নিরীক্ষা করে ব্যবহারের উপযুক্ততা/ অনুপযুক্ততা নিরুপন করে।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

[email protected]

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়