Ameen Qudir

Published:
2017-12-11 01:21:37 BdST

সেই কারেন্ট যাওয়ার দিন গুলো


 

 

 

 

 

 


ডা. মোশাররাত জাহান কণা
_________________________


তখন ঘরে ঘরে এত আই.পি.এস জেনারেটরের ছড়াছড়ি ছিল না। সন্ধ্যার লোডশেডিং বিষয়টা ছিল অতি আনন্দের । আমাদের ভাষায় "কারেন্ট যাওয়া"।

কারেন্ট যাওয়া মানে পড়াশুনা থেকে সাময়িক ছুটি , বৈধভাবে বাইরে যাওয়ার সুবর্ণ সুযোগ ।

 


কারেন্ট যাওয়া মানে বিকেলে দেখা হওয়া বান্ধবীর সাথে আরো কিছুক্ষণ গল্প করার সুযোগ। এলোমেলো হাটাহাটি আর গল্পের ফুল ঝুড়ি।

রাস্তায় চেনা মানুষের ঢল। পিচ্চি পাচ্চার হৈ চৈ...
আমাদের ছোট্ট জগতে তখন রীতিমত খন্ডকালীন সান্ধ্য উৎসবের আমেজ ।

এরপর হঠাৎ ই আমাদের হতাশ করে দিয়ে একটার পর একটা বাড়ীতে আলো জ্বলে উঠতো। "ইস! আর একটু পর আসলো না কেনো? "গল্প শেষ না হওয়ার এমন একরাশ আক্ষেপ নিয়ে আমরা ঘরে ফিরতাম ।

এই যান্ত্রিক শহরে এখন ও লোডশেডিং আসে। শুধু সেই শৈশবের দিন গুলো রূপকথার গল্পের মত হারিয়ে গেছে।

আহা!এই আই.পি.এস জেনারেশন কোনদিন ও জানবে না, সেই কারেন্ট যাওয়ার দিন গুলোর কথা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়