Ameen Qudir

Published:
2017-12-06 20:26:47 BdST

মাদক ও সাইবার আসক্তি নিরাময়ে নৈতিক শিক্ষা জরুরি : ডা. কবীর জুয়েল


প্রাণবন্ত পরিবেশে রাজধানীর সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতে “মানসিক স্বাস্থ্য” সম্পর্কিত সেমিনার সম্পন্ন হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. কবির জুয়েল । তিনি মাদক ও সাইবার আসক্তি নিরাময়ে নৈতিক শিক্ষাগ্রহণ জরুরি বলে অভিমত ব্যক্ত করেন।
বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন প্রখ্যাত শিক্ষাবিদ ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. শমসের আলী, ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেলসহ অনেকে।
এছাড়াও ৫-জন মেধাবী ও প্রাণবন্ত ছাত্র-ছাত্রীকে নিয়ে ” South East University Mental Health Club” খোলা হয়।

ডা. কবীর জুয়েল Visiting Associate prof of AIMST, KEDAH, MALAYSIA & Former Consultant Psychiatrist in Al- Jouf Medical University under Ministry of Health, Kingdom of Saudi Arabiia।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়