Ameen Qudir
Published:2017-09-07 16:38:50 BdST
৩৪ বছর ও আমি
অধ্যাপক ডা. অনির্বান বিশ্বাস
_____________________________
আমি ৩৪ বছর আগে এই সময় রাতজেগে অংক কষতাম..ইন্টিগ্রেশন,ডিফারেনসিয়েশন,লিমিট..বড় মধুর রাত ছিল সে সব।
আমি ৩৪ বছর আগে ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয় দেখেছি..সে এক স্বপ্নিল রাত।
আমি ৩৪ বছর বয়সে মেয়ের বাবা হয়েছি।জীবনের সেরা অনুভূতি।
আমি ৩৪ বছর বয়সে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছিলাম..Gone with the wind.
হিসেব করে দেখেছি,৩৪ জন মেয়ে আমার প্রেমে পড়েছিল।বিস্তারিত যাব না।রিস্ক আছে।
একবার ডায়রিয়ায় ৩৪ বার ল্যাট্রিন গেছিলাম।দিব্যি মনে আছে।
আমার যৌবনে ৩৪ টাকায় ২০টি কন্ডোম পাওয়া যেত।সে সব স্ফূর্তির দিন..ওফ !
এই ! এসব কি ! অ্যা ? কোত্থেকে কে রটাচ্ছে "ডাক্তার অনির্বান বিশ্বাস,৩৪ বছরের সুশাসনের ফসল "..
দুর,এমন করলে আমি খেলব না
_____________________________________
-ডা. অনির্বান বিশ্বাস , অধ্যাপক, কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক । কবি। লেখক।
আপনার মতামত দিন: