Ameen Qudir

Published:
2016-11-27 15:08:53 BdST

ধর্ষিতার কাছে যে প্রশ্ন করে সভ্যতার মাত্রা ছাড়ালেন আইনজীবী


                                    

 

 

ডাক্তার প্রতিদিন
________________________

আদালতে আইনজীবী যা প্রশ্ন করলেন, তা অনেক ক্ষেত্রে ধর্ষণের থেকেও যেন মারাত্মক। দ্বিতীয়বার সম্মানহানির নজির গড়ল বিচারালয়, যা ধর্ষিতার স্বপ্নাতীত ছিল।


ধর্ষণের পরে সুবিচারের আশায় পুলিশের কাছে গিয়েছিলেন নির্যাতিতা। সেখান থেকে মামলা যায় আদালতে।
২০১৪ সালে কানাডার এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ২৯ বছরের অ্যালেকজান্ডার স্কট ওয়াগারকে৷ তারপর সময় পেরিয়েছে বেশ কিছুটা। কিন্তু বিচার চলাকালীন এই দীর্ঘ সময়ব্যাপীই নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছেন অভিযুক্ত৷ কানাডার এক আদালতে ঘটনার মামলা চলাকালীন অভিযুক্তের আইনজীবী নির্যাতিতাকে জিজ্ঞেস করেন, সেই পরিস্থিতিতে কেন তিনি নিজের পা দু’টি জোড়া রাখেননি৷ কেনই বা তিনি আত্মরক্ষার জন্য নিজের নিম্নাংশ জলের তলায় রাখেননি৷ তবে শুধু এখানেই ছাড়েননি ওই আইনজীবী, তাঁর শালীনতার মাত্রা ছাড়িয়েছে পরবর্তী প্রশ্নেই। তিনি জিজ্ঞেস করেন, ধর্ষকের যৌনাঙ্গের মাপ কত ছিল? এমন অশালীন প্রশ্ন করায় এই আইনজীবীকে মামলা থেকে সাসপেন্ড করে আদালত৷


তবে এই মামলার সুরাহা এখনও হয়নি। চলতি সপ্তাহেই অভিযুক্তর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ফের একই প্রশ্ন করেন নির্যাতিতাকে ৷ নির্যাতিতা যার উত্তরে শুধু ‘না’ বলেছেন৷ অভিযুক্তের দাবি, ওই মহিলার অনুমতিতেই তিনি মিলিত হয়েছিলেন৷

 

 


আরও আকর্ষণীয় লেখা
_________________________

 

আশির-দশক--সিনেমা,-'রাজা-কনডম-'

 

সন্তান-কখন-নেবেন-:-ভুল-প্লান-করে-বউকে-মারবেন-না

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়