Ameen Qudir

Published:
2017-06-22 16:28:38 BdST

মোজাইক পাথর , ম্যাজিক পাথরের মিষ্টি এক সত্য কাহিনি


 

 

 

ডা. মোশাররাত জাহান কণা

________________________________

একবার আমার ভাই আমার কাছে মোজাইক পাথর বিক্রি করা শুরু করলো । প্রায় দুপুরে সে সাইকেল নিয়ে ঘর্মাক্ত হয়ে বাসায় ফিরতো এরপর কতটা কষ্ট করে সে এই পাথর এনেছে তার বর্ণনা দিত । যেহেতু ক্লাস ওয়ানে পড়ুয়া আমার পক্ষে অতি মূল্যবান এই পাথর কেনার আর্থিক সামর্থ্য ছিল না তাই সে আমাকে বুঝিয়ে বলতো কখন এবং কিভাবে আমাকে আব্বার কাছ থেকে টাকা আনতে হবে এবং সেই টাকা দিয়ে তার কাছ থেকে মোজাইক পাথর কিনতে হবে । বিষয়টা এমন যে নেহাত বোন বলেই সে আমার জন্য এত কষ্ট করে পাথর এনে দিচ্ছে ‚ টাকাটা এখানে একেবারেই মূখ্য নয় । কোন এক বিকেলে খুব মনোযোগ দিয়ে মোজাইক পাথর নিয়ে খেলছি এমন সময় পাশের বাসার এক আপু ( তাকে ভাবি ডাকতাম ) এসে জিগেস করলো এগুলো কোত্থেকে আনলা কণামনি?
আমি সরল মনে বলে দিলাম -
" এগুলো সুমন ভাইয়া হাউজিং বাজার থেকে কিনে এনে দেয় । এক মুঠ ৫ টাকা দুই মুঠ ১০টাকা! "
আমার কথা শুনে ভাবি হেসেই বাঁচেনা । কিঞ্চিত অপমানিত হয়ে জিগেস করলাম - "হাসেন কেন.. ভাবি? "

" ও বললো আর তুমি বিশ্বাস করলা ? বাসার পিছনে গিয়ে দ্যাখো ! "

বাসার পিছনে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়কগাছ । বিশাল ঢিবি করে পাথর রাখা । কন্সট্রাকশন সাইটে।
বুঝতে বাকি রইলো না এখান থেকেই সে প্রতিদিন এক মুঠো নিয়ে আমার কাছে বিক্রি করতো । রাগে দুঃখে ক্ষোভে আমি হতবাক!

এই তো সেদিন তার বাইরে যাওয়ার তাড়া । আমি বেসিনের সামনে হাত মুখ ধুই । সাইড চাইলো কিন্তু আমি কিছুতেই দেবো না । কিছুক্ষণ পর সে এসে বললো " তুমি তো দেখি এখনো ঠিক মত হাতমুখ ধোয়া শিখলানা! সরে
দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ।"
এরপর সে আমাকে স্টেপ বাই স্টেপ বোঝানো শুরু করলো । কিভাবে ব্রাশ ধুতে হবে , কিভাবে মুখে পানির ঝাপটা দিতে হবে কিভাবে পানির কল খুলতে হবে , কিভাবে আটকাতে হবে । আমি আহাম্মক ও তাকিয়ে তাকিয়ে দেখছি ।
সব স্টেপ দেখানো শেষ , এরপর সে বিজয়ীর বেশে গটগট করে হেঁটে চলে গেল । আমি অবশ্য তখনো কিছু বুঝিনি ।
কিছুক্ষণ পর সেজ বোন বললো - " তোকে বোকা বানিয়ে সুমন যে আগে হাত মুখ ধুয়ে চলে গেল । তুই তো কিছু ই বুঝলিনা কণা ! " বলেই সে হেসেই গড়াগড়ি!
রাগে দুঃক্ষে আমি ততক্ষণে বাকরূদ্ধ । এ কেমন বিচার?

 

আজকে সারাদিন আমাকে বোকা বানানোর দিন গুলোর কথা ভেবে অনেক হাসলাম । ফ্ল্যাশব্যাকের কারনটা অবশ্য গুরুতর ।
পিচ্চি ভাইয়ের হাতে পিচ্চি বোনকে দিয়ে পার্কের গেটে দাঁড়িয়ে আছে বাবা মা ।
দুই ভাই বোন হাত ধরাধরি করে পার্কের সিঁড়ি বেয়ে উঠছে ।
Suddenly The little girl started to whisper-
" Alex I'm so scared! "

That little boy instantly replied-
" Kayla.. U r safe with me! I will always keep you safe!"

Yes.. Alex ! Who else will ? I smiled & replied...

To me,it feels like, I have witnessed the most emotional story of two lines...

বুকের ভিতরে কোথাও একটা বড় সড় মোচড় দিয়ে উঠলো ...
জগতের সকল এলেক্স ভাল থাকুক । অন্তত কায়লাদের জন্য ......
___________________________

লেখক ডা. মোশাররাত জাহান কণা । সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়