Ameen Qudir

Published:
2017-06-20 17:39:14 BdST

২৩ রমজানের প্রায় অপঠিত ইতিহাস


 


শোয়েব শাহরিয়ার

_______________________________

গতকাল ছিল ২৩ রমজান।পারিবারিক জীবনে অামার সবচেয়ে বেদনাদায়ক দিন।১৯৭১ সালের ২৬ কার্তিক,১৩ নভেম্বর এবং ২৩ রমজান __পাকিস্তানীরা অামার নানা-মামা ০৭ এবং গ্রামের ০৪ মিলে মোট ১১ জনকে গুলী করে নির্মমভাবে হত্যা করে।

অামার নানার পরিবার ছিল বিখ্যাত পীর পরিবার।ড.মুহম্মদ শহীদুল্লাহ যখন বগুড়া কলেজের অধ্যক্ষ ছিলেন, তিনি ডা,কাহরুল্লাহ,যিনি বড়মাপের একজন অাউলিয়া ছিলেন,তাঁর ভক্ত ছিলেন।অামার নানা ছিলেন পতিসরে রবীন্দ্রনাথের শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক।

কোন মুসলমান,যার মধ্যে ন্যূনতম ঈমান রয়েছে, ইসলামের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ রয়েছে, সেকি পবিত্র রোজার মধ্যে,সেহেরী থেকে ধরে এনে হত্যা করতে পারে? অামার নানা, জনাব দবীর উদ্দীন মণ্ডল,যার বয়স ছিল ৭২/৭৩, যিনি তখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি,জীবনে যিনি তাহাজ্জুদের নামাজ কাযা করেননি,সেই মানুষটিকে জায়নামাজ থেকে তুলে এনে কুত্তারা হত্যা করেছিল।অার ছোট নানার ছেলে , সপ্তম শ্রেণির ছাত্র,সেও ওই জালিমদের হাত থেকে রেহাই পায়নি।ওরা যদি মুসলমান হয়,তাহলে শয়তান কারা?

 


____________________________
শোয়েব শাহরিয়ার
বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রাক্তন অধ্যক্ষ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ,বগুড়া

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়