Ameen Qudir

Published:
2017-06-13 19:26:08 BdST

সড়ক দুর্ঘটনায় আহত ডা. নাসরিন লাজ


 

    

     সড়ক দুর্ঘটনায় আহত ডা. নাসরিন লাজ

 

ডা. সোহেল
______________________

সড়ক দুর্ঘটনায় আহত ডা. নাসরিন লাজ সুস্থ আছেন। মঙ্গলবার সকালে তিনি দুই কন্যাকে নিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন।
একটি কন্যা গুরুতর আহত । তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার কথা।
তার পরিবার সদস্যরা ও স্বামী ডা. কবীর সকলের দোয়া চেয়েছেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়