Ameen Qudir
Published:2016-11-24 15:06:07 BdST
কী ভয়ঙ্কর মুর্খ সাংবাদিকতা রে বাবা !
ডা. সাঈদ সুজন
__________________
বাংলাদেশের সাংবাদিকরা মেডিকেল সাইন্স সম্পর্কে কি পরিমান অজ্ঞ, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। ।। তারচেয়েও আসল কথা, এই নিউজ কিরনমালার পরিচালক পড়লে, সাথে সাথে সুইসাইড করত অভিনয় টিম সহ।।
বাচ্চাটার রোগের নাম - Harlequin Icthyosis ... এটা জন্মগত রোগ।।এই রোগের ক্লিনিক্যাল সিম্পটম হলো fissured armor-plate hyperkeratosis ... প্রতি 300000 বাচ্চার মধ্যে একজন বাচ্চার এমন রোগ হতে পারে।। চামড়ার উপর আরেকটা লেয়ার থাকে।। দেখতে অস্বাভাবিক লাগে তাই দেখতে।। ভূত প্রেত কিছু না।। অন্যান্য জন্মগত রোগের মত, Harlequin Icthyosis ও একটা রোগ।।
এটা Autosomal recessive Disorder .. তাই এই রোগ হওয়ার এবনরমাল জিন মা ও বাবা থেকেই আসে।।। মা কিরন মালা দেখছে, বাবা কি দোষ করছে। ।। বাবা থেকে এমন জিন কেন গেলো।। আল্লাহ কাকে কোন রোগ দিবে, তা নিয়ে মিথ্যা খবর প্রচার, এক ধরনের সীমা লংঘন।।। মানুষের মধ্যে রোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো এক ধরনের সোশাল ক্রাইম।।।
চিকিৎসা করলে বাচ্চা গুলা স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে পারে।। Isotrenitoin দিয়ে চিকিৎসা করা যায়।। Emollient ইউজ করলে চামড়া অনেকটা স্বাভাবিক হয়ে আসে।। 1984 এ জন্ম নেয়া এক Harlequin বেবী এখনো স্বাভাবিক বেঁচে আছেন।।
খুবি দু:খজনক নিউজ এটা।। ভূত বা রাক্ষস ভেবে মানুষ হত্যা করা খুবি অমানবিক।।
_______________________________
লেখক ডা. সাঈদ সুজন । সুলেখক।
Director , Endeavour Orientation
Studies MS Urology at Bangabandhu Sheikh Mujib Medical University
আপনার মতামত দিন: