Ameen Qudir

Published:
2017-05-08 15:33:57 BdST

আমার রবীন্দ্রনাথ


 

 

 

 

আমার রবীন্দ্রনাথ

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

 

_________________________________

রবিঠাকুর , রবিঠাকুর , জোড়াসাকোঁয় যাবো
রবিঠাকুর , তোমার ক্যারিশমা টা ভাবো
রবিঠাকুর , সহজ পাঠের প্রতিক্রীয়াশীল
রবিঠাকুর , তুমি নাই বা হলে প্রলেতারিয়ার অন্তমিল
গদ্য পড়েছি , শানায়নি তাতে , গাইতে হয়েছে - উই শ্যাল ওভারকাম
বর্তমানে একটু কি আউটডেটেড , তবুও তুমি দিব্যি 'ইন থিং '
দিদিমণি বলে দেছেন , ট্রাফিক সিগনালেতেও অষ্ট প্রহর তোমারি গান
একটি দিনেই খোঁপা -তে যুঁই , মায়ের গরদ শাড়ি
সারা বছর বাঙালি সাজা নেহাত বাড়াবাড়ি।

রবিঠাকুর , রবিঠাকুর , দেড়শো বছর পর
তোমার কিরণ স্বপন ভাঙায় , এমনি সে নির্ঝর
পেলেও যেতে পারে পাওয়া , একটি বা দুটো
তোমার থেকে ম্যাডোনা ঠিক একশ বছর ছোটো
তার গানেতেই মস্তি ভারি , বুকের বিপজ্জনক উপত্যকায় ট্যাটুর আঁকিবুঁকি
বিশ্বায়নের কাঁটায় লেগে প্যান্টি মারে উঁকি
জিনস ডিঙিয়ে , এইমত এই একুশ শতক কাল
টেগোর সাবের জন্মদিনে নাচবে শতেক চিয়ারগার্ল ।

রবিঠাকুর , রবিঠাকুর , কালকে ডিস্কোথেকে ,
লেটনাইটের হ্যাং -ওভারে সকালবেলা থেকে
মাথাটা ভার , গা ম্যাজ ম্যাজ , চরণ টলোমলো
তার ভেতরেই আমার স্বপ্নে মনে হ'লো
তুমি-ই আমার দুয়ারে ডাকছো যেন কড়া
জাগরণের বিভাবরী - রাতের স্বয়ংবরা
আমি-ই বাসবদত্তা , আমার নতুন এ উৎসবে
রবিঠাকুর ... তুমি আমার উপগুপ্ত হবে ?

 

_____________________________

লেখক ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় । কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC)

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়