Ameen Qudir

Published:
2017-04-25 16:09:14 BdST

সালমাকে সৌদি আরবে বিক্রি তিন লাখে, বিয়েতে রাজি না হওয়ায় অত্যাচার


 

 

 

 

 

সংবাদ সংস্থা


ফের এক মহিলাকে সৌদি আরবে বিক্রি করে দিল এজেন্ট মাত্র তিন লক্ষ টাকার বিনিময়। এখন সেখানে ওই মহিলাকে তাঁর কাফিলের হাতে সহ্য করতে হচ্ছে অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন।

৩৯ বছর বয়সি সালমা বেগম, হায়দরাবাদের বাবানগরের সি ব্লকের বাসিন্দা। তাঁকে দুই অভিযুক্ত এজেন্ট আক্রম এবং শাফি ২০১৭-র ২১ জানুয়ারি পরিচারিকার ভিসায় পাঠিয়েছিলেন সৌদি আরব। এরপর সেখানে গিয়েই তাঁর ওপর শুরু হয় অত্যাচার। এখন সালমা দেশে ফিরতে চাইলেও তাঁকে ফেরার অনুমতি দিচ্ছেন না তাঁর কাফিল। পুলিশকে জানিয়ে, এজেন্ট আক্রমের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হচ্ছে না, দাবি সালমার মেয়ের। সামিনা জানিয়েছেন, তাঁর মা বিয়ে সংক্রান্ত একটি চুক্তিতে সই করতে রাজি না হওয়াতেই এই বিপত্তি। ভারত সরকার ও তেলঙ্গানা সরকারের কাছে সৌদি আরব থেকে একটি অডিও মেসেজ পাঠিয়েছেন সালমা। সেখানেও তিনি তাঁকে উদ্ধারের আবেদন জানিয়েছেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়