Ameen Qudir

Published:
2017-04-05 18:19:27 BdST

আনন্দ উদযাপন করুন, কিন্তু তা কারো যেন অশান্তি ও অমঙ্গলের কারণ না হয়


 

 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
___________________________

আজ রামনবমী। রামচন্দ্রের জন্মতিথি। রাম শুধুই রামায়ণের এক রাজা নন, অত্যন্ত পিতৃমাতৃ আজ্ঞাপালনকারী, ভাতৃ ও প্রজাপ্রেমী এক আদর্শ নৃপতি। যাঁদের কাছে এই দিনটি পূণ্য, তাঁরা শান্তিতে এবং আনন্দে উদযাপন করুন, পূজার্চনা করুন, কিন্তু তা কারো যেন অশান্তি ও অমঙ্গলের কারণ না হয়। এই পবিত্র ভূমি কখনো আঁখির বদলে আঁখি, শিরের বদলে শিরের ভূমি ছিল না, আজো যেন না হয়।

____________________________

লেখক ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় । কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC)

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়