Ameen Qudir
Published:2016-11-21 23:33:34 BdST
এই কুলাঙ্গার জাতীয় লজ্জা , রাষ্ট্রদূতের ব্যাগচোরকে ধরিয়ে দিন
স্টাফ রাইটার
___________________________
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটা কুলেনারার হাতব্যাগ চুরি জাতীয় লজ্জ্বার বিষয়ে পরিনত হয়েছে।
এই লজ্জ্বার অবসানের পথ না থাকলেও
শেষ পর্যন্ত শেষ রক্ষা হচ্ছে হচ্ছে না চোরের। ভিডিও চিত্রে ধরা পড়েছে সে।
এ ব্যাপারে গনজাগরণ মঞ্চের আলোচিত নেতা ও চিকিৎসক ইমরান এইচ সরকার চোরের ছবি প্রকাশ করে বলেন, "" ছবিটি দ্রুত ছড়িয়ে দিন। এই কুলাঙ্গার বাংলাদেশের লজ্জা। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে একটি অনুষ্ঠান উদ্বোধনের সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি এভাবেই চুরি করে নিয়ে যায় এই চোরটি।
এই চোরকে যেখানেই পাবেন কিংবা পরিচয় জানা থাকলে শাহবাগ থানায় জানান অথবা ইনবক্সে জানান।""
প্রবাসেও উঠেছে ঝড়।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী চিকিৎসকনেতা ডা.রূপন রহমান
বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান থেকে নেদারল্যান্ড রাষ্ট্রদূতের ব্যাগচুরি করে পালাচ্ছে !! চেহেরাটা পুরাই জংগির । একে ধরিয়ে দিন ।
পুলিশ অবশ্য বলছে, তারা চোরকে ধরে ফেলবে।
চারুকলা অনুষদের ভেতরে খোলামেলা এলাকায় সোমবার বিকালে ওই অনুষ্ঠানের সময় ভিডিও চিত্র ধারণ করা হয়। তা দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে । শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন একথা। ।
তিনি বলেন, “চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।”
কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্টদূত।
তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল ।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টার দিকে রাষ্ট্রদূত নিজের আসনে রেখে ছেড়ে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে তার ব্যাগ নিয়ে পালাচ্ছে।
আপনার মতামত দিন: