Ameen Qudir
Published:2017-03-23 18:10:39 BdST
ধার্মিক,অধার্মিক নাস্তিক,ধর্মান্ধ,ধর্মবাজ, ধর্মব্যাবসায়ী
ডা. অনির্বাণ বিশ্বাস
______________________________
ধর্মের ভিত্তিতে আমাদের সমাজে কয়েক শ্রেণীর মানুষ আছে ।
১। ধার্মিক (যাঁদের ধর্মাচারের পাশাপাশি কথা, কাজ,এবং বিশ্বাসে মিল থাকে,এবং মানব কল্যানে ধর্ম বর্ণ,জাতিভেদ বিচার না করেই এগিয়ে আসেন)
২। অধার্মিক/নাস্তিক (যাদের ধর্ম বিশ্বাস নেই,কিন্তু মানবতায় বিশ্বাস আছে)
৩। ধর্মান্ধ (যারা ধর্ম টাকে ঠিকমত বোঝে না । নিজে থেকে ধর্মগ্রন্থগুলোর মর্ম কথা বোঝার চেষ্টা করেনা,কোন ইতিহাস বিশ্লেষন করার প্রয়োজনও মনে করেনা কিন্তু নিজেকে খুব ধার্মিক মনে করে থাকে)
৪। ধর্মবাজ (যারা কথায় কথায় ধর্মের বুলি আওড়ায়, কিন্তু নিজে মানে কিনা ভেবে দেখে না )
৫। ধর্মব্যবসায়ী (এরা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ঢাল হিসাবে ধর্মকে কাজে লাগায় )
আসুন, আমরা অযথা একে অপরকে কে ধার্মিক, কে বকধার্মিক,কে নাস্তিক এত কিছু না বলে নিজেরাই তালিকাভুক্ত হই ; আমাদের অবস্থান বুঝি।
_______________________________
ডা. অনির্বাণ বিশ্বাস । প্রখ্যাত লেখক । কবি। বাংলা র লোকসেবী চিকিৎসক।
প্রোফেসর, পালমোনারি মেডিসিন এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা ।
আপনার মতামত দিন: