Ameen Qudir

Published:
2017-03-13 15:02:40 BdST

দিল্লি কফি হাউজে মিটল না স্বাদ



তসলিমা নাসরিন
____________________________


দিল্লিতেও একটা কফি হাউজ আছে। আমার হিন্দি প্রকাশক বললেন, কফি হাউজে চলে এসো, হিন্দি লেখকদের সঙ্গে একটু আড্ডা দেবে। আমার তো কলকাতার কফি হাউজের আড্ডাটা আজ আর নেই।

তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে গেলাম কনোট প্লেসের কফি হাউজে। গিয়ে দেখি এক ঝাঁক বুড়ো। বুড়োরা কিন্তু বেশ জমিয়ে আড্ডা দিচ্ছেন। যতক্ষণ ছিলাম, আমাকে বোঝাবার চেষ্টা করলেন এই কফি হাউজে এক সময় কবি সাহিত্যকরা নিয়মিত আসতেন। এও কি তবে কলকাতার মতো? বললেন, ইন্ডিয়ান কফি হাউজ সব রাজ্যেই একই রকম, ফুড এক, সিস্টেম এক। কফি পাওয়া যাবে, চা পাওয়া যাবে না। এখানকার কফি হাউজে টেবিলের সঙ্গে চেয়ারগুলো আটকে রাখা। চেয়ারের স্বাধীনতা নেই নড়াচড়া করার। লোহার চেয়ার আমার ভালো লাগে না।
না, দুধের স্বাদ আমার, ঘোলে, সত্যি কথা বলতে কী, মেটেনি।

______________________________

তসলিমা নাসরিন । বিশ্ববরেন্য লেখক কলামিস্ট। প্রধান সব ভাষায় তার লেখা প্রকাশ হয়। প্রাক্তন : ময়মনসিংহ মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়