Ameen Qudir

Published:
2017-03-13 14:51:43 BdST

গভীররাতে মালিবাগ ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ১ , অাহত ২


 

 

ফাইল ছবি।

 

 

সংবাদদাতা
___________________________

 


রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন মারা গেছেন । আহত হয়ে ঢাকাে মেডিকেলে ভর্তি আরও দুজন। ১২ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মিডিয়াকে বলেন, এই ঘটনায় স্বপন (৪০) নামের একজন নিহত হয়েছেন।
লিটন নামের একজন শ্রমিক জানান, এই ঘটনায় ফ্লাইওভার নির্মাণকাজের প্রকৌশলী পলাশ এবং শাহ সিমেন্টের গাড়ি চালক নূরন্নবী আহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের একজন ফায়ার ফাইটার মিডিয়াকে বলেন, ফ্লাইওভারের গার্ডার পরে কয়েকজন আহত হয়েছেন। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়