Ameen Qudir

Published:
2018-12-14 23:22:50 BdST

অমর চিরজীবী ৮৮ চিকিৎসক : আমরা তোমাদের ভুলব না


 

ডা. সুলায়মান আহসান সুজন
__________________________

বাংলাদেশের জন্মলগ্নে চিকিৎসকরা অঝোরে রক্ত দিয়েছেন। দিয়েছেন প্রাণ। তাদেরও অমর প্রাণ দান হয়েছে স্বাধীন বাংলাদেশের বেদীতে। মিশে আছে বাংলার মাটিতে।
আলবদর আলশামস জামাতে ইসলামীর ঘাতক বাহনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যে নৃশংস বুদ্ধিজীবি হত্যাযজ্ঞ চালিয়েছিল , সেখানেও তাদের হাতে স্বাধীন দেশের জন্য প্রাণ দিয়েছেন চিকিৎসকগন।

আলবদর আলশামস বাহিনীর কমান্ডার মওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মহম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা প্রমুখের পরবর্তীতে বিচার হয়েছে এই নির্মম হত্যাযজ্ঞের জন্য। ফাঁসি হয়েছে এই নরকসাইদের। ফাঁসি বাস্তবায়নও হয়েছে। ইতিহাসের পরিনতি এমনই নির্মোহ ও নিরপেক্ষ। এই ঘাতকচক্রের পুরোধা গোলাম আজমের হয়েছিল মৃত্যুদন্ডসম ৯৯ বছর কারাবাস। বয়স বিবেচনায় তাকে জেল দেয়া হয়। জেলেই মৃত্যু ঘটে নরঘাতকপ্রধানের। ঘাতকরা ৭১ সালে দেশের সুর্যসন্তানদের নির্মম হত্যা করলেও বিচার ব্যবস্থা ঘাতকপ্রধানকে মানবিক অনুকম্পা প্রদর্শন করে।
আল্লাহ রব্বুল আলামীন ও ঈশ্বর মহান বুদ্ধিজীবিদের জন্য যেমন জান্নাত ও স্বর্গ পুরস্কার হিসেবে রেখেছেন। তেমনি নরঘাতক দের জন্য রেখেছেন জাহান্নম। আমিন।

মহান মুক্তিযুদ্ধে পাক-বাহিনী এবং আলবদর বাহিনীর হাতে নিহত চিকিৎসকগনের নামের তালিকা।
১ ডা ফজলে রাব্বী
২ ডা আব্দুল আলীম চৌধুরী
৩ ডা সামসুউদ্দিন আহমেদ
৪ ডা আজহারুল হক
৫ ডা হুমায়ূন কবির
৬ ডা সোলায়মান খান
৭ ডা মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
৮ ডা কসির উদ্দিন তালুকদার
৯ ডা মনসুর আলী
১০ ডা গোলাম মর্তুজা
১১ ডা হাফেজ উদ্দিন খান
১২ ডা জাহাংগীর
১৩ ডা এ জব্বার
১৪ ডা শ্যামল কান্তি লালা
১৫ ডা হেম চন্দ্র বসাক
১৬ ডা কাজী ওবায়দুল হক
১৭ ডা নরেন ঘোষ
১৮ ডা আলহাজ্ব মমতাজ উদ্দিন
১৯ ডা জিকরুল হক
২০ ডা হাসিময় হাজরা
২১ ডা সামছুল হক
২২ ডা মফিজ উদ্দিন খান
২৩ ডা এস রহমান
২৪ ডা অমূ্ল্য চন্দ্র চক্রবর্তী
২৫ ডা এ গফুর
২৬ ডা আতিকুর রহমান
২৭ ডা মনসুর আলী
২৮ ডা গোলাম সরওয়ার
২৯ ডা রমনী দাস
৩০ ডা আর সি দাস
৩১ ডা এস কে সেন
৩২ ডা রবিউল হক
৩৩ ডা এ কে এম গোলাম মোস্তফা
৩৪ ডা মিহির কুমার সেন
৩৫ ডা মকবুল আহমেদ
৩৬ ডা সালেহ আহমেদ
৩৭ ডা এনামুল হক
৩৮ ডা অনিল কুমার সেন
৩৯ ডা মনসুর(কানু)
৪০ ডা সুশীল চন্দ্র শর্মা
৪১ ডা আশরাফ আলী তালুকদার
৪২ ডা কাজল ভদ্র
৪৩ ডা মো বজলুল হক
৪৪ ডা লেঃ এ এফ এম ফারুক
৪৫ ডা লেঃ কঃ জিয়াউর রহমান
৪৬ ডা লেঃ কঃ বদিউল আলম
৪৭ ডা লেঃ কঃ জাহাংগীর
৪৮ ডা লেঃ কঃ সৈয়দ আব্দুল হাই
৪৯ ডা মেজর আসাদুল হক
৫০ ডা মেজর রিয়াজুর রহমান
৫১ ডা মেজর মুজিবুদ্দিন আহমেদ
৫২ ডা মেজর নাইমুল ইসলাম
৫৩ ডা লেঃ নুরুল ইসলাম
৫৪ ডা লেঃ এনামুল হক
৫৫ ডা মনসুর রহমান
৫৬ ডা গোপাল চন্দ্র সাহা
৫৭ ডা নরেন্দ্র নাথ দত্ত
৫৮ ডা এ বি এম নুরুল আলম
৫৯ ডা এ মুক্তাদির
৬০ ডা রেবতী কান্ত সান্যাল
৬১ ডা ক্ষিতিশ চন্দ্র দে
৬২ ডা এ রহমান
৬৩ ডা নওসের আলী
৬৪ ডা সাইদ মোহিত ইমাম
৬৫ ডা মেজর আমিনুল ইসলাম
৬৬ ডা লেঃ কঃ বি এ চৌধুরী
৬৭ ডা লেঃ কঃ আমিনুল হক
৬৮ ডা লেঃ খন্দকার নুরুল ইসলাম
৬৯ ডা রফিক আহমেদ
৭০ ডা অমলেন্দু দাক্ষী
৭১ ডা আব্দুন নূ্র
৭২ ডা আব্দুল মান্নান মোল্লা
৭৩ ডা কোরবান আলী
৭৪ ডা দিগেন্দ্র চন্দ্র এন্দ
৭৫ ডা নিশি হরি নাগ
৭৬ ডা ম আলমগীর মিঞা
৭৭ ডা মনোরঞ্জন জোয়ার্দার
৭৮ ডা মতিয়ূর রহমান
৭৯ ডা শফী
৮০ ডা ম শাখাওয়াৎ হোসেন
৮১ ডা ম শামসাদ আলী
৮২ ডা মাহতাব উদ্দিন আহমেদ
৮৩ ডা মোজাম্মেল হক
৮৪ ডা শাহ আব্দুল আজিজ
৮৫ ডা শাহ আমিন হোসেন
৮৬ ডা সুজাউদ্দীন আহমেদ
৮৭ ডা হাসিবুর রহমান
৮৮ ডা হেমন্ত

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়