Ameen Qudir

Published:
2018-12-01 21:28:40 BdST

প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে নিজের হেলিকপ্টারে হাসপাতাল পাঠালেন রাজ্যপাল


 


সংবাদমাধ্যামের প্রতিবেদন
_________________________

অন্তঃসত্ত্বা মহিলাকে নিজের হেলিকপ্টারে হাসপাতাল পাঠালেন এক রাজ্যপাল।
লাল বাতি লাগানো গাড়ি আগে যাবে, সে কারণে অনেক সময়েই ভুগতে হয়ে সাধারণ মানুষকে। অনেক সময়ে তো অ্যাম্বুল্যান্সকেও আটকে দেওয়া হয় পথের মাঝে।

কিন্তু তারই ব্যাতিক্রম ঘটালেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল, বি ডি মিশ্র। ঘটনা বৃহস্পতিবারের। প্রসব বেদনায় কাতর তাওয়াং-এর এক অন্তঃসত্ত্বা মহিলাকে এ দিন নিজের হেলিকপ্টারে করেই ২০০ কিলোমিটার দূরে ইটানগরের এক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

 

পথিমধ্যে, তেজপুরে রিফিউয়েলিং-এর জন্য দাঁড়িয়েছিল রাজ্যপালের হেলিকপ্টার। তাই সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারের ব্যবস্থা করেন রাজ্যপাল। ইটানগরে রাজভবনের হেলিপ্যাড থেকে অ্যাম্বুল্যান্স করে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় রাজধানী শহরের হিমা হাসপাতালে। মহিলার সঙ্গে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন বলে জানা গিয়েছে সংবাদমাধ্যামের এক প্রতিবেদন থেকে।

এই পুরো ব্যাপারটিই তদারকি করেন রাজ্যপাল বি ডি মিশ্র। পাহাড়ি রাস্তায় তাওয়াং থেকে ইটানগর পৌঁছতে অন্তত ১৫ ঘণ্টা লাগে। কিন্তু রাজ্যপালের তৎপরতায় মাত্র ২ ঘণ্টায় হাসপাতালে পৌঁছে যান আসন্নপ্রসবা ওই মহিলা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়