Ameen Qudir

Published:
2018-10-05 00:14:41 BdST

হুমায়ুন আহমেদের ক্যান্সার : এত কিছু তাঁর শরীরে হচ্ছিল, গোড়াতে কিছুই টের পান নি


 

ডা: নাহিদ ফারজানা
___________________________________

লেখক হুমায়ুন মারা যান কোলন ক্যান্সারে।তাঁর ক্যান্সার ধরা পড়ে শেষ পর্যায়ে এসে, ক্যান্সার তখন লিভারেও ছড়িয়ে পড়েছিল।এত কিছু শরীরে হচ্ছিল, কিন্তু তিনি কিছুই টের পান নি।বেশীর ভাগ ক্যান্সার ই এমন।তবে আমরা যদি বিভিন্ন ক্যান্সারের কারণ, লক্ষণ, পরীক্ষা-নিরিক্ষা সম্পর্কে জানি, তাহলে ক্যান্সার কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব, কিংবা একদম প্রাথমিক অবস্হায় নির্ণয় করা সম্ভব।প্রাথমিক অবস্হায় ধরা পড়লে সাধারণত:উপযুক্ত চিকিৎসায় রোগ সম্পূর্ণ নির্মূল করা যায়। কোলন ক্যান্সারের কারণ:
১. পায়খানা নিয়মিত না হওয়া।এতে পায়খানার বর্জ্য, বিষাক্ত অংশ অন্ত্রের ভিতরের পর্দার সাথে বেশিক্ষণ লেগে থাকার সুযোগ পায় ও ক্যান্সার করে
২. আঁশযুক্ত খাবার, শাক-সব্জি কম খাওয়া
৩. রেডমিট(গরু, খাসি, ভেড়া, শূকর)ইত্যাদি বেশি খাওয়া
৪. ধূমপান
৫. মদ্যপান
৬. অন্ত্রের ১ টি রোগ যার নাম আলসারেটিভ কোলাইটিস
৭. পারিবারিক ইতিহাস
৮. জেনেটিক মিউটেশন
৯. পিত্তথলি অর্থাৎ গলব্লাডারের অনুপস্হিতি।
নিজেরা পড়ুন, সচেতন হোন ও পরিচিত সকলকে নিজ দায়িত্বে সচেতন করুন।

কোলন ক্যান্সারের লক্ষণ:
১. রক্তশূন্যতা বা অ্যানিমিয়া: রুগী রক্তস্বল্পতায় ভুগবেন।হিমোগ্লোবিন অনেক কমে যাবে।সব রকমের চিকিৎসার পরেও রুগী বারবার রক্তশূন্য হয়ে পড়বে।কৃমি নেই, পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে, মাসিক স্বাভাবিক, আপাতদৃষ্টিতে কোন রোগ নেই, কিন্তু রুগী রক্তশূন্য হয়ে যাচ্ছে।এই পরিস্হিতিতে ডান দিকের কোলনে ক্যান্সারের সম্ভাবনার কথা ভাবতে হবে।
২. তলপেটের ডানদিকে চাকা অনুভূত হতে পারে।

৩. Intestinal obstruction হতে পারে... এর লক্ষণ: ক. পায়খানা বন্ধ হয়ে যাওয়া/কোষ্ঠ্যকাঠিন্য খ. পেট ফুলে যাওয়া
৪. পায়খানার সাথে রক্ত যাওয়া
৫. কালো পায়খানা হওয়া
৬. টয়লেট ক্লিয়ার হয়নি এমন অনুভূতি বারবার হওয়া ও তার জন্য বাথরুমে যাওয়া, কিন্তু ফলাফল শূন্য, পায়খানার পরিবর্তে বাতাস/রক্ত/মিউকাস যাওয়া

৭. টয়লেটের এত দিনের অভ্যাস বদলে যাওয়া:যার দিনে একবার টয়লেট হলেই হত, তার ঘন ঘন পায়খানার বেগ আসা/ডায়রিয়া লেগে থাকা/ভোর বেলায় টয়লেটের চাপে ঘুম ভেঙে যাওয়া এবং রক্তমিশ্রিত পায়খানা হওয়া
৮. পেটের বামে চাকা অনুভূত হওয়া

Advanced condition: ১. খাবারে খুব অরুচি, শরীর শুকাতে থাকা, বমি ভাব, অবসাদ ২. জন্ডিস ৩. কাশি, কাশির সাথে রক্ত যাওয়া, নিঃশ্বাসে কষ্ট ৪. পেটে পানি আসা ৫. আরও কিছু উপসর্গ।

কোলন ক্যান্সারের বিষয়ে সচেতন থাকুন:

১. শাক-সব্জি, ফল বেশি করে খান। ২. রেডমিট এড়িয়ে চলুন। ৩. ধূমপান একদম বন্ধ। ৪. মদ্যপান নিষিদ্ধ। ৫. পায়খানা কালো হলে/রক্ত গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ৬. যাদের বয়স ৫৫ বছরের বেশি/পারিবারিক ইতিহাস আছে, তারা ভাল ল্যাব থেকে নিচের পরীক্ষাগুলো বছরে অন্তত ১ বার হলেও করাবেনঃ
1. USG of whole abdomen 2. CBC 3. CA 19-9 4. CEA 5. stool for occult blood test Occult blood test positive hole Colonoscopy.

__________________________

 

ডা:নাহিদ ফারজানা। সুলেখক। লোকসেবী চিকিৎসক।
২৫ তম ব্যাচ, শেরে বাংলা মেডিকেল কলেজ। বরিশাল ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়