Ameen Qudir

Published:
2018-05-14 19:56:16 BdST

সব ধরণের তামাকপণ্যের উপর কর বাড়ান : জাতীয় অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার মালিক




ডেস্ক রিপোর্ট
____________________________

তিনি বলেছেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে হলে করারোপের মাধ্যমে তামাকপণ্যের দাম বাড়িয়ে ব্যবহার কমানোর উদ্যোগ নিতে হবে।

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে তিনি এ সুপারিশ করেন। প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র উদ্যোগে তামাকবিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) সম্মিলিতভাবে ‘কেমন তামাক কর চাই’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক সভাপতিত্ব করেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়