Ameen Qudir

Published:
2018-05-12 16:58:20 BdST

এগিয়ে চলো বাংলাদেশ


 



ডা. রুমী আহমেদ
____________________________

এর আগে আর একবার মাত্র বাংলাদেশীরা রাত জেগে টিভির সামনে বসে থেকেছে মহাকাশ দেখার জন্য | সেবার এপোলো ১১ প্রথম মানুষ নিয়ে চাঁদে গেলো |
আজ স্পেস এক্স এর ক্যালিফোর্নিয়া কন্ট্রোল সেন্টার থেকে আজকে আপনারা অনেকেই বাংলাদেশী পে লোড নিয়ে ফ্যালকন নয় ব্লক ফাইভ রকেটের মহাকাশ যাত্রা দেখেছেন |

খেয়াল করবেন লাইভ সম্প্রচারের সময় ক্যালিফোর্নিয়া কন্ট্রোল সেন্টারে একটু পর পর প্রবল হর্ষধ্বনি শোনা যাচ্ছিলো - ষ্টেডিয়াম এ ফুটবল খেলার গোল হবার মত |

যার উদযাপন করছিলো তারা গর্ববতী ক্লু লেস বাংলাদেশী হুজুগে ক্রাউড না | এরা স্পেস এক্স এর তরুণ ইঞ্জিনিয়ার এর দল | স্পেস এক্স এর কর্ণধার এলন মাস্ক ও ছিলেন ওই ক্রাউডে |

এই যে ফ্যালকন রকেট টা - পাঁচ মিনিটের মধ্যে মহাকাশে গিয়ে জায়গা মত পে লোড ডেলিভারি করে ফিরে এলো - এটা একটা সায়েন্টিফিক মার্ভেল | অলমোস্ট এযুগের সপ্তমাশ্চর্য্যের মতো |
এই রকেট লঞ্চের প্রতিটি ধাপ - কন্ট্রল রুমে হাততালি শুনে বুঝবেন কখন একেকটা ধাপ সফল ভাবে শেষ হল - লক্ষ লক্ষ্য শ্রমঘণ্টার ফসল | স্পেস এক্স এর ইন্ঞ্জিনিয়ার রা দিনের পর দিন - রাতের পর রাত কাটিয়েছে এই ধাপ গুলো সফল করার জন্য | লক্ষ্য বার সিমুলেশন করেছে | প্রতিটি পার্টস বার বার চেক করেছে - টেস্ট ফ্লাইট করেছে একশো টা ভিন্ন ধরণের মেটাল নিয়ে |
দেখবেন আজ টি মাইনাস ৫৭ সেকেন্ডে এ তুমুল হাততালি - কম্পিউটার সেটাপ মেনুয়েল ইনপুট গুলো একসেপ্ট করেছে - বিশাল মাথা ব্যাথা কাটলো |
রকেট লঞ্চ হল - কিউ ম্যাক্স পার হল - রকেট দিক পরিবর্তন করলো - দফায় দফায় হাততালি | ষ্টেজ ওয়ান আলাদা হল - আরেকটা হাততালি | স্টেজ টু দায়িত্ব ভার নিলো, নিরাপাত্তা কভার খুলে ফেলে দিয়ে পে লোড জায়গা মতো ডিপ্লয় করলো - এই প্রতিটা ধাপ লক্ষ্ ঘন্টা ইঞ্জিনিয়ারিং অরে কোড রাইটিং এর ফসল | স্পেস এক্স এর ইন্ঞ্জিনিয়ার রা ওদের প্রতিটা ধাপের সাফল্য সেলিব্রেট করলো |

আর সবচেয়ে বড় সায়েন্টিফিক এচিভমেন্ট টা হচ্ছে - মহাকাশ থেকে স্টেজ ওয়ান রকেট টাকে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে একটা মানুষ বিহীন ড্রোন জাহাজে ( যার নাম "Of Course I Still Love You", এলোন মাস্কের পাগলামি আরকি!) ল্যান্ড করানো (ইউটিউবে এই ল্যান্ডের ভিডিও আছে , দেখতে পারেন ) lদেখবেন যখন এটা সফল ভাবে হল - পুরা কন্ট্রোল রুম আনন্দে ফেটে পড়লো !

পুরো ব্যাপারটার মধ্যে আমি এটাই পজিটিভ ভাবে দেখি - বাংলাদেশের কিশোর কিশোরীরা বিজ্ঞানের অগ্রযাত্রার - মানুষের টেকনোলজিক্যাল সামর্থ্যের একেবারে সর্বোচ্চ সীমার একটা উদাহরণ দেখলো | হয়তোবা কোন একদিন স্পেস এক্স বা ব্লু অরিজিনের কন্ট্রোল রুমে ওরাও থাকবে এবং নিজের এচিভমেন্ট উদযাপন করবে ।
_______________________________

ডা. রুমী আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সুলেখক। সিএমসি২৮।

 

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়