Ameen Qudir

Published:
2018-02-20 20:22:15 BdST

"একজন ডাক্তার কতটা যোগ্য তা কি এই পরীক্ষা পদ্ধতিতে মূল্যায়ন করা সম্ভব?"


 


"কোটা ৫৬ আর মেধা ৪৪ ভাগ!৫টি বিসিএসে কোটার ৩৫০০ পদ শূণ্য যোগ্য প্রার্থী না মেলায়' শীর্ষক লেখা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য লিখে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাষক ডা. নাজমুল হাসান।
তিনি লিখে জানিয়েছেন,


প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে কি মেধার সঠিক মূল্যায়ন করা সম্ভব? আগে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেতে হবে তার পর কোটা প্রথা নিয়ে কথা বলা যায়!

ধরেন একজন ডাক্তার কতটা যোগ্য তা কি এই পরীক্ষা পদ্ধতিতে মূল্যায়ন করা সম্ভব?
কখনোই না!

তা হলে প্রচলিত কথায় বা প্রচলিত পদ্ধতির মধ্যমে যাদের মেধা কোটায় নেওয়া হয়... তারাই যে ডাক্তারদের মধ্যে যোগ্য তা কিন্তু বলা সম্ভব না ।

কারন এতে মেডিকেল সাইন্স থেকে প্রিলিমিনারি পরীক্ষায় কোন প্রশ্নই আসে না! আর রিটেনে মাত্র ১০০ মার্কস!

আর দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, ...
এমন কথার প্রেক্ষিতে বলা যায়..... বি.সি.এস পরীক্ষায় যারা অংশগ্রহন করে সবাই একটি নির্দিষ্ট যোগ্যতা বলেই, অংশগ্রহণ করে...!!! তাই এখানে অংশগ্রহণকারী কেউও ই... অযোগ্য না।
শুধুমাত্র মেধাবী হলেই দেশের কল্যাণ হয় না.!
রাজাকারদের অনেকেই মেধাবী, আবার চুরি, ডাকাতি, প্রতারণ, করার জন্য ও মেধা লাগে! সব মেধাই জাতির জন্য কল্যাণকর না ....!!!!

দেশের জন্য কাজ করার জন্য, সবার আগে দরকার দেশপ্রেমিক, পরিশ্রমী, সৎ লোকের, তার পর বাকি সব।

দেশে এই পর্যন্ত মেধার ভিত্তিতে অনেক নিয়োগ পাওয়া অফিসার.... কোটি, কোটি টাকার দূর্নীতি করে নাই.?
তাই বলি শুধুমাত্র কোটা প্রথা উঠিয়ে দিলেই... সুফল আসবে না...।
____________________

 

ডা নাজমুল হাসান
প্রভাষক, ফিজিওলজি at Comilla Medical College

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়