Ameen Qudir

Published:
2018-02-20 19:59:49 BdST

কোথায় যাবে রোগীরা ? ডাক্তার পিটিয়ে কি মিলবে নকল জীবননাশী কারবারীদের থেকে মুক্তি


 


ডা. কামরুল হাসান সোহেল

____________________________


কোথায় যাবে রোগীরা ?

দেশের সবচেয়ে ব্যায়বহুল এপোলো হাসপাতাল গত ৫ বছর যাবত ঔষধ কিনে এক নকলকারী ও চোরাকারবারি দেলোয়ার এর কাছ থেকে , যাকে গত ১৫-২-১৮ তারিখ নিকুঞ্জ ২ এর ১৭ নং রোড এর ২ নং বাড়ি থেকে নকল ঔষধ ও প্যাকেজিং ম্যাটিরিয়াল সহ গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে । উক্ত দেলোয়ার কোন ঔষধ ব্যাবসায়ী নন, যার কোন ঔষধের দোকান নেই , কোন কোম্পানী নেই, বৈধ কোন আমদানিকারক নয় ।

 

No automatic alt text available.

সে কিছু মেয়াদোত্তীরণ ঔষধ চোরাকারবারির মাধ্যমে বিদেশ থেকে এনে নতুন করে মেয়াদের তারিখ লাগায় আর বাকি ঔষধ নকল করে ।হাসপাতালটিতে মেয়াদোত্তীরণ রিএজেন্ট ব্যবহার তো আছেই ।
সম্প্রতি এ সব কারণে RAB 1, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত জরিমানা করে ৫ লক্ষ টাকা ।

__________________________

Image may contain: 1 person, closeup

 

ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়