Ameen Qudir

Published:
2018-01-15 16:30:27 BdST

সাইকোলজিক্যাল টিপসসবচেয়ে শক্তিশালী শব্দ গুলো


 

 

 

 

 

প্রফেসর ডা. তাজুল ইসলাম

__________________________

১ থেকে ১০ অক্ষরের এমন দশটি ইংরেজি শব্দ আছে যার অর্থ খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ন:

১। I( আমি)- সবচেয়ে স্বার্থপর শব্দ :এটি এড়িয়ে চলুন

২। we( আমরা)- সবচেয়ে সন্তোষজনক শব্দ :এটি বেশী
ব্যবহার করুন

৩। ego(ইগো-অহং)- সবচেয়ে বিষাক্ত জিনিস : একে নিজ আয়ত্বে আনুন

৪। love( ভালোবাসা) - সবচেয়ে ব্যবহৃত শব্দ : একে মূল্য দিন

৫। smile( হাসি)- সবচেয়ে প্রীতিপ্রদ ব্যাপার : এটি ধরে রাখুন

৬। rumour( গুজব)- সবচেয়ে দ্রত ছড়ায় যায়: একে উপেক্ষা করুন

৭। success(সফলতা)- সবচেয়ে কঠোর শ্রম লাগে যাতে : এটি অর্জন করুন

৮। jealousyঈর্ষা) - সবচেয়ে ঈর্ষা থাকে যাতে: এ থেকে দূরে থাকুন

৯। knowledge( জ্ঞান) - সবচেয়ে বেশী ক্ষমতা যার: এর অধিকারী হোন

১০। friendship( বন্ধুত্ব) - সবচেয়ে মূল্য দেওয়া হয় যাতে: এটি বজায় রাখুন


-________________________

 

প্রফেসর ডা. তাজুল ইসলাম
সোশাল সাইকিয়াট্রস্ট
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কমিউনিটি এন্ড সোশাল সাইকিয়াট্রি বিভাগ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা
e- mail: [email protected]
phone:01715112900

 

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়