Ameen Qudir

Published:
2017-12-15 20:58:56 BdST

একটি বিছানা, একটি রুগী : ডাক্তারদের নিরাপত্তা রক্ষায় প্রথম দাবী




 

 

 

 

 

 


ডা. শিরিন সাবিহা তন্বী

_________________________________

একটি বিছানা একটি রুগী
ডাক্তারদের নিরাপত্তা রক্ষায় প্রথম দাবী ।

# বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিং বা ফোরামে দাবী তুলেছি,হাসপাতালে বিছানা বহির্ভূত কোন রোগী ভর্তি হবে না।যতটা বিছানা ঠিক ততটাই রুগী ভর্তি হবে চিকিৎসার জন্য।
সব বিছানা ভর্তি হলে ইমার্জেন্সী চিকিৎসা নিয়ে রুগী হাসপাতাল ত্যাগ করবে।ভর্তি দেয়া হবে না।সাংবাদিক গন জানবে বেড নাই।রুগী ভর্তি হওয়া অসম্ভব।
উপস্থিত প্রায় সকলেই এটা অমানবিক দাবী বলেছে।
একটু ভাবুন।

 

# জানতে পারলাম,১৬৩ টি সরকারি মাধ্যমিক স্কুলে চলন্ত সিঁড়ি বা এসকেলেটর স্থাপনের উদ্যোগ নিয়েছে মন্ত্রনালয়।
এর জন্যে খরচ হবে ১ হাজার ১ শত ১৬ কোটি টাকা।

হাজার কোটি টাকা ব্যয় করে অপ্রয়োজনীয় এই বিলাসিতা কিজন্য?ছয় মাসে নষ্ট হবে।প্রচুর বিদ্যুৎ অপচয়।গ্রামের ছাত্র ছাত্রীদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর।তবু এই অপকর্ম হবে কিছু লোভীদের পেট ভরতে।

অপ্রোয়জনীয় স্থাপনাতে টাকা খরচ হবে আর ডাক্তারদের উপর মানবতা নামক অলৌকিক সিল মোহর দিয়ে বিছানা নাই,বালিশ নেই,চাদর নেই,ঔষধ সাপ্লাই নাই,পর্যাপ্ত ডাক্তার নাই এমন হাসপাতালে রুগীর বন্যা বইয়ে দিবেন।
সরকার যে রুগীর জন্য বিছানা দিতে পারবে না,তাকে শূন্যে রেখে সুস্থ করা কখনোই ডাক্তারের দায়িত্ব নয়।

 

এই একটা ইভেন্ট - বিছানা ছাড়া রোগী ভর্তি হবে না।আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা ষাট ভাগ কমিয়ে দেবে।
আমরা কি নিজেদের নিরাপত্তা রক্ষা এবং সম্মান পূণরূদ্ধারের প্রথম যুদ্ধ "একটি রুগী একটি বিছানা" স্টাবলিশ করে করতে পারি না?

এইটুকু পরে আপনি যদি ভাবেন,৫০০ শয্যার হাসপাতালে ২০০০/২৫০০ রুগী চিকিৎসা পাচ্ছে।এখানে অতিরিক্ত ১৫০০/২০০০ রুগীর চিকিৎসা ডাক্তারগন না দিলে এরা যাবে কোথায়,,তাদের বলছি!

 

স্বাধীন বাংলাদেশে মাইলের পর মাইল ফাঁকা জায়গা প্রতিরক্ষা বাহিনীর দখলে আছে অব্যবহৃত।দেশের বহু ভূমিদস্যু একরের পর একর জমি আটকে রেখেছে।
ঋনখেলাপীরা হাজার কোটি টাকা মেরে দিচ্ছে।

দেশের রুগীদের স্বাস্থ্য সেবা দেয়ার দায়িত্ব সরকারের।ডাক্তারের নয়।
এক ই দিনে স্বাস্থ্যে জয়েন করা একজন যখন নিম্নবিত্তের জীবন যাপন করে বহু অনৈতিক অসাধু ঘুষখোর অন্য ক্যাডার অফিসার তখন সরকারী সুযোগ সুবিধা এবং ঘুষ সহকারে শাহরূখ খানের আদলে জীবন কাটায়।

 

সরকার রুগীর চিকিৎসা দিতে চাইলে প্রতি রুগীর জন্য বিছানা এবং বিছানার সাথে সাথে প্রয়োজনীয় বাকী সব ব্যবস্থা থাকবে।
প্রয়োজনীয় ডাক্তার,নার্স,ব্রাদার,আয়া,পরিচ্ছন্ন কর্মী সব থাকবে।
আর এই অবস্থায় ডাক্তার রুগীকে চিকিৎসা দিবে।

ডাক্তারের দায় পড়ে নি সবার ফূর্তির যোগান দেয়া সরকারের অবহেলার স্বাস্থ্য সেক্টরের সব দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে একদিকে পরিবারের প্রতি দায়িত্বহীন আর সমাজে সম্মানহীন,অস্বচ্ছল জীবন যাপনের।

 

____________________________

ডা. শিরিন সাবিহা তন্বী । শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বরিশাল ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়