Ameen Qudir

Published:
2017-06-24 17:27:30 BdST

ডাক্তার প্রতিদিন ইদ সংখ্যা কবি ডা. জিয়া সাঈদের একগুচ্ছ কবিতা


 

 


ডা. জিয়া সাঈদের একগুচ্ছ কবিতা


________________________

ডাক দিলে ভোর
.... .... .... .... ..
ভুজঙ্গ চক্রের মতো ঝড় আসে
ঘুরে ফিরে আসে
ক্ষয়,ক্ষতি, ক্ষতচিহ্ন হয়ে
উড়ে আসা নতুন ঘরের চাল-
কত ফুলেল ডাল,পাকা ফলের আঁটি,
কত মঞ্জরি, মঞ্জুষা পড়ে থাকে পথে-
পথের পাশে প্রবল বৃক্ষ
দাঁড়িয়ে থাকে বজ্রাহত;
বিপন্ন বিগতের এমন কত ছাপ,তাপ থাকে
মানুষ ও পৃথিবীর বুকে
সমাসন্ন জরার জড়তা থাকে
কোনো কোনো মানুষের পায়
তবু আজানের সুরে ডাক দিলে ভোর
মোমিনেরা জেগে ওঠে
আবারও সুন্দর,সম্ভাবনার দিকে
পা ফেলে, পাল তোলে অদম্য মানুষ....


__________________________

২.

বেদনার চেয়ে যেন বেশী বাজে
.... .... .... .... ..
গ্লানির ঘটনা আমি
ঘটনাস্থলেই রেখে আসি
নিয়ে আসি বিভ্রম,বিচ্যুতি,
উনতি যা ছিল
শেখার ছিল কী-
বিজয়ীর আখ্যান,আশ্রমে
ঘুরে ঘুরে দেখেছি-শিখেছি
হেরে হেরে এভাবেই ফিরেছি তারুন্যে-
অপরাহ্ণেও অদম্য....
একদিন এই মাঠে,ময়দানে,
কোনো অভিযানে,আরোহনে-
কিছুতেই হয়তো আর ফেরা হবে না
বেদনার চেয়ে যেন বেশী বাজে সেইদিন
তারপরও বহুদিন যেন লড়াইয়ের গল্পগুলো থাকে
জিগীষু পরম্পরার মুখে মুখে....


____________________________

৩.

মা--------
..............
মাগো দূরে গেলে বুঝি
কত কাছের ছিলি- কতটা জুড়ে
কাছে এলে ইচ্ছে করে
রাখি তোকে বুকে ভরে....

__________________________

৪.

বারো পৃষ্ঠার হৃদয়
.... .... .... .... ..
সাকুল্যে বারো পৃষ্ঠা হৃদয়
জনারণ্যে উঁকিঝুঁকি
ত্রস্ত হরিণীর সাথে যদি চোখাচোখিটুক ধরি
মাত্র বাইশবার সাক্ষাৎ
তবু সবার গল্প সমাপ্ত হয়
শুধু সেই ভ্রুপল্লবে অলোকের ডাক
অসমাপ্ত ভ্রমণের খেদ থেকে যায়
কবিতার পর কবিতায়....


_____________________________

৫.

বিশ্রামের অবসাদ
.... .... .... .... ..
জন্মের পাহাড় ছিল যেইখানে
উত্তরে হলে উত্তরেই সে থেকে যায়
নদী চলে যায় দক্ষিনের দিকে
কখন কেমন থাকে
কে রাখে আর তার খবর
এই যে জানালার ওপাশে
পাতার পাখনা ঝাপটাচ্ছে এক বৃক্ষ
অরন্যের জোটে কিংবা একা
বাড়ির প্রান্তে কিংবা প্রান্তরে-যেখানেই থাক তারা
ভিজে পুড়ে যায় আজীবন
তবু কখনো কোথাও ব্যাধিতে বিস্রস্ত
কোনো বৃক্ষ বা নদী দেখিনি
মানুষেরই দেখি যত অসুখ-
অসুখে অধীন হলে অনেককেই ভুলে যেতে দেখি
আগেকার অবারিত আহার ভ্রমন
রেসের অশ্বের মতো দূরন্ত জীবন
কেউ কেউ আবার আমারই মতন
অবরুদ্ধ অবকাশে গিয়ে জেনে যায়
বিশ্রামে শুধু আরাম নয়
জং-এর মতো অবসাদও জন্ম নেয়....

__________________________

৬.

মায়াজল
...................
অসুখ ছাড়া ঘরে যখন
কেউই থাকে না
মানুষ দরজার দিকে তাকিয়ে থাকে
আহা, কেউ যদি ভোরে এসে
বাগানের দিকে জানালাটা খুলে দিত
সন্ধ্যা হলে বারান্দায় নিয়ে
একটু বসিয়ে দিতো....
অসুখ ছাড়া মনে যখন
থাকে না তেমন কিছু
তখনও বুঝি কিছু মায়া থাকে
শিয়রের পাশে বসে কেউ
গাঢ় স্বরে ডাক দিলে ডাকনাম ধরে
যেটুকু মায়া ছিলো ভেতরে
সবটুক উঠে আসে চোখে
তারপর ছুঁয়ে দিলে হৃদয়ের হাতে
জ্বলে আর গলে গলে পড়ে
কিছু তার জমে থাকে কপোলে করুন;
এমন কারো কাছে গেলে
জমে থাকা ফোঁটাগুলি
খুব যত্ন করে আমি তুলে নিয়ে আসি
ফোঁটা ফোঁটা এইসব জলে
মায়া চাষ করি আমি মায়ার আকালে

_____________________________

৭.

বকুল বৃষ্টির দিনে
.... .... .... ..... ..
তোমার সাথে যখন ভিজি
কি যে মিষ্টি লাগে বৃষ্টি-কি যে....
এক একটা ফোঁটা এক একটা বকুল
এক বিকালের বকুল সিনানে আমি
জ্যোৎস্নার যমুনায় বহু বহুবার
অবগাহনের স্বাদ পাই-
ভুলে যাই-
এমনই স্নিগ্ধ হতে চেয়ে
বিদ্ধ হয়েছি কত যে বিমুখ বিকেল
কতবার বৃষ্টির বর্শায়....
এই বকুল বৃষ্টির দিনে
কোনো খেদ, ক্ষরনের রেশ কি আর থাকে মনে !...

__________________________________

কবি ডা. জিয়া সাঈদ, লোকসেবী প্রখ্যাত চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়