Ameen Qudir

Published:
2019-01-15 11:44:26 BdST

LGBTQLGBTQ কমিউনিটি : এই সমস্যাতে লজ্জার কিছু নেই : চিকিৎসকের শরণ নিন


 

LGBTQ কমিউনিটির র্যালি

 

ডা. শাব্বির হোসেন খান
_______________________

"LGBTQ" কমিউনিটি সম্পর্কে জানার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। এই টার্মটা প্রথম শুনি সম্ভবত ২০১৭ র মে' তে। সে সময় ঢাকার কেরানীগঞ্জ বা আশেপাশে কোথাও কি কারনে যেন ২৪ জন LGBTQ কে গ্রেফতার করেছে পুলিশ, এরকম একটা নিউজ দেখেছিলাম সোশ্যাল এবং নিউজ মিডিয়ায়। তখন এদের সম্পর্কে প্রাথমিক একটা ধারনা পাই এবং জেনে তখনই অবাক হই যে, বিশ্বজোড়া তাদের একটা কমিউনিটিও আছে!
যাই হোক, পরবর্তিতে এদের সম্পর্কে বিশদ না হলেও অল্প অল্প করে টুক টাক অনেক কিছুই জানতে পারি। সম্প্রতি পেশাগত কারনে কিছু রোগী পেয়ে যাওয়ায় জানার আগ্রহটা আরো কিছুটা গিয়ার্ড-আপ হয়।
যতটুকু জেনেছি, আগ্রহীদের জন্য তা এখানে তুলে ধরছিঃ
----------------------
★ WHAT IS LGBTQ?

*LGBTQ is an initialism that means:

L (Lesbian)
G (Gay)
B (Bisexual)
T (Transgender)
Q (Queer or Questioning)

★ The term LGBTQ is often used to mean all of the communities included in the “LGBTTTQQIAA”, which stands for:

° Lesbian
° Gay
° Bisexual
° Transgender
° Transsexual
° 2/Two-Spirit
° Queer
° Questioning
° Intersex
° Asexual
° Ally
°+ Pansexual
°+ Agender
°+ Gender Queer
°+ Bigender
°+ Gender Variant
°+ Pangender

★LGBTQ is the more commonly used term in the community; possibly because it is more user friendly! You may also hear the terms “Queer Community” or “Rainbow Community” ( সাম্প্রতিক সময়ে ফেবু'র প্রো-পিকে রেইনবো যোগ করার হিড়িকের কথা মনে আছে?) used to describe LGBTQ2+ people. This initialism and the various terms are always evolving so, it would be wise, not trying to memorize the list!

★আজকের এই লেখার কারন আর কিছুই না, LGBTQ.. এর অন্তর্ভুক্ত অপ্রচলিত কমিউনিটিগুলোর ওপর কিছু আলোকপাত করা।
LGBTQ... এর প্রথম দুটো কমিউনিটি (Lesbian আর Gay ) সম্পর্কে অল্প-বিস্তর অবহিত আছেন সবাই। তৃতিয়টি (Bisexual) ও দূর্বোধ্য নয় অনেকের কাছেই। আমার আজকের লেখার মূল আলোকপাত এই ৩ টির পরবর্তি কমিউনিটিগুলো নিয়ে।

*TRANSGENDER
( an umbrella term for people, whose gender identity differs from what is typically associated with the sex they were assigned at birth. It is sometimes abbreviated to trans). সোজা কথায়, জন্মের সময় "দৃশ্যমান লিঙ্গতা"র সাথে এদের প্রকৃত লিঙ্গতার কোন মিল থাকে না।

*TRANSSEXUAL
(experience a gender identity inconsistent or not culturally associated with the sex they were assigned at birth). এরাও অনেকটা TRANSGENDER এর মত।

*TWO-SPIRIT
(a modern umbrella term used by some indigenous North Americans to describe gender-variant individuals in their communities, specifically people within indigenous communities who are seen as having both male and female spirits within them). উত্তর-আমেরিকায় প্রচলিত এই "কমিউনিটি টার্ম"টি তাদেরই বোঝায়, যারা তাদের আচরণে নারী-পুরুষ, উভয়কেই ধারণ করে।

*QUEER
(Queer is an umbrella term for sexual and gender minorities that are not heterosexual or cisgender. Queer was originally used pejoratively against those with same-sex desires but, beginning in the late-1980s, queer scholars and activists began to reclaim the word). এদের সম্পর্কে ব্যাখ্যাটা বেশ জটিল!

*QUESTIONING
(questioning of one’s gender, sexual identity, sexual orientation, or all three is a process of exploration by people who may be unsure, still exploring, and concerned about applying a social label to themselves for various reasons). যাদের "লিঙ্গতা" এখনো নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি। সোজা কথায়, যাদের লিঙ্গ-নির্ধারণে অনেক প্রশ্নের উত্তর এখনো সঠিকভাবে পাওয়া যায় নি।

*INTERSEX
(a variation in sex characteristics including chromosomes, gonads, or genitals that do not allow an individual to be distinctly identified as male or female).

*ASEXUAL
(Asexuality or nonsexuality is the lack of sexual attraction to anyone, or low or absent interest in sexual activity. It may be considered the lack of a sexual orientation, or one of the variations thereof, alongside heterosexuality, homosexuality, and bisexuality). সোজা কথায়, বিপরিত বা সম-লিঙ্গ, কারো প্রতিই এতের কোন আকর্ষন থাকে না।

*ALLY
(a person, who considers themselves a friend to the LGBTQ+ community). এদেরকে LGBTQ+ কমিউনিটির শুভাকাংখী বলা যায়।

*PANSEXUAL
(Pansexuality, or omnisexuality, is sexual attraction, romantic love, or emotional attraction toward people of any sex or gender identity. Pansexual people may refer to themselves as gender-blind, asserting that gender and sex are insignificant or irrelevant in determining whether they will be sexually attracted to others). আমার হিসাবে এরা বিশ্বপ্রেমিক; যাকেই দেখে, নারী-পুরুষ নির্বিশেষে, সবার প্রতি আকর্ষন বোধ করে এরা।

*AGENDER
(Agender/ genderless/ genderfree/ non-gendered/ or ungendered people are those who identify as having no gender or being without any gender identity. This category includes a very broad range of identities which do not conform to traditional gender norms). জন্মগতভাবে যাদের কোন নির্দিষ্ট লৈঙ্গিক বৈশিষ্ট নেই।

*GENDER QUEER
(an umbrella term for gender identities that are not exclusively masculine or feminine—identities which are thus outside of the gender binary and cisnormativity). নারী না পুরুষ, এ'সম্পর্কে সিদ্ধান্ত নেয়া দূরুহ।

*BIGENDER
(a gender identity where the person moves between feminine and masculine gender identities and behaviours, possibly depending on context. Some bigender individuals express two distinct “female” and “male” personas, feminine and masculine respectively; others find that they identify as two genders simultaneously).আচরণ ও দেহবৈশিষ্টের দিক দিয়ে এদের অবস্থান নারী-পুরুষের মাঝামাঝি স্থানে। কখনোবা এরা একই ব্যাক্তি ক্ষেত্রবিশেষে নারী, আবার ক্ষেত্রবিশেষে পুরুষের আচরণ প্রদর্শন করে। জটিল একটা শ্রেনি এরা।

*GENDER VARIENT
(Gender variance, or gender nonconformity, is behaviour or gender expression by an individual that does not match masculine and feminine gender norms. People who exhibit gender variance may be called gender variant, gender non-conforming, gender diverse or gender atypical, and may be transgender, or otherwise variant in their gender expression. Some intersex people may also exhibit gender variance). আচরনগত দিক দিয়ে এরা না নারী, না পুরুষ!

*PANGENDER
(Pangender people are those who feel they identify as all genders. The term has a great deal of overlap with gender queer. Because of its all-encompassing nature, presentation and pronoun usage varies between different people who identify as pangender). সংক্ষেপে, এরা নিজেদেরকে নারী এবং পুরুষ, উভয় বৈশিষ্ট্যসম্পন্ন মনে করে।

★বিশাল তথ্যবহুল এই লেখাটি তাদের জন্য উতসর্গিত, যারা এ'ধরনের সমস্যায় আছেন। এই সমস্যাতে লজ্জার কিছু নেই; যদি কারো নিজের প্রকৃত লিঙ্গবৈশিষ্ট্য সম্পর্কে কোন সন্দেহ হয়, চোখ বুজে কোন ভাল এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়ে নিন। আমি পঞ্চাশোর্ধ এমনো রোগী পেয়েছি, যার বাহ্যিক চেহারা এবং যৌনাঙ্গ পুরুষের মত কিন্তু দু'দুটি বিয়ের পরও তিনি সন্তানের বাবা হতে পারেন নি। এই ভদ্রলোকের বাহ্যিক পুরুষ বৈশিষ্ট থাকলেও আল্ট্রাসনোগ্রাফীতে আমি তার দেহের ভেতরে নারী বৈশিষ্ট্য ( জরায়ু) দেখতে পাই। যথাসময়ে এটা ধরা পড়লে হয়তোবা তাকে সন্তানের পিতা হওয়ার সুযোগ করে দিতে পারতো আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞান! আবার, আরেকজন বাহ্যিকভাবে মহিলা রোগী পেয়েছি, যার দেহের ভেতরে পেয়েছি Testicle ( labia majora র ভেতরে) এবং Uterus এর জায়গায় পেয়েছি Prostate!
এদের সবার সমস্যা হয়তো চিকিৎসা করে সমাধান করা যাবে না, কিন্তু বিষয়টা জানা থাকলে ভবিষ্যত অনেক পদক্ষেপ ( যেমন, বিয়ে) নেয়ার আগে দু'বার চিন্তা করার সুযোগ পাওয়া যাবে।

-ডা. শাব্বির হোসেন খান
প্রখ্যাত পেশাজীবি নেতা।
মৌলভীবাজার।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়