Dr. Aminul Islam
Published:2021-04-28 04:36:05 BdST
অতিমারীকালে মনোবল বাড়াতে নাচলেন ঢামেক চিকিৎসকরা
ডেস্ক 
--------------------
সারাবিশ্ব জুড়ে জীবনকে স্থবির করে দিয়েছে মহামারি করোনাভাইরাস। করোনার এই সময়ে মানুষের আত্মবিশ্বাস ধরে রাখতে ও মনোবল ফিরে পেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই নাচলেন চিকিৎসকরা। ভিডিওটি এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে সব মহলে। নেটিজেনদের কুসংস্কার-মনস্করা গাল নিন্দা করলেও বিশ্ব জুড়ে পেয়েছে প্রশংসা।
নাচের পারফরম্যান্সে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কৃপা বিশ্বাস, ডাক্তার শাশ্বত চন্দন, ও ডাক্তার আনিকা হোসেন খান।
লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে নাচেন তারা। এর আগে ভারতের কেরালায় একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের আজকের এই ভিডিও ইতিবাচকভাবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশের সিনিয়র ও নবীন চিকিৎসকরা।
প্রখ্যাত লেখক, রক্ত রোগ বিশেষজ্ঞ ডা গুলজার হোসেন উজ্জ্বল বলেন, নৃত্য একটি শক্তিশালী শিল্প। এক মিনিটের নাচও অনেক বড় মানসিক শক্তি হয়ে উঠতে পারে। রক্ষণশীল সমাজকে অনেক বড় ঝাঁকুনিও দিতে পারে। ঢামেকের ফিনিক্স পাখিদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম।
নাচের ভিডিও লিংক
https://www.facebook.com/watch/?v=204293411271248
https://www.facebook.com/watch/?v=204293411271248
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       