Ameen Qudir

Published:
2018-09-27 23:01:17 BdST

পাকিরা শেষ পর্যন্ত ষড়যন্ত্র করছিল মোস্তাফিজের ৫ উইকেট ঠেকানোর!


 

 

ডা. আবদুল্লাহ সাঈদ আলম _________________

১৯৭১ সালের অমর মুক্তিযুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনির পরাজয়ের পর এখন সব সেক্টরে এই অকার্যকর দেশটি পরাজিত হয়ে চলেছে বিশ্বের বিস্ময় বাংলাদেশের কাছে। শিক্ষা ,অর্থনীতি, জনকল্যাণ, গনতন্ত্র প্রতিষ্ঠা , নারী উন্নয়ন সহ সকল সূচকে হারছে পাকিরা।

ক্রিকেটে বড় হনু ভাব ছিল পাকিদের। সেটাও এখন চুরমার টাইগারদের একের পর এক আক্রমণে।

কিছু দিন আগে পাকিস্তানী বুদ্ধিজীবিরা বাংলাদেশের কাছে সর্ববিষয়ে পরাজয় স্বীকার করে দোয়া করছিল , আমাদের বাংলাদেশের মত উন্নত দেশ বানিয়ে দাও হে খোদা।


পাকিদের ইতিহাস পরাজয়ের শোচনীয় ইতিহাস।


একজন ক্রিকেটার যখন পাকিদের প্রধানমন্ত্রী ,ঠিক তখনই টাইগাররা শোচনীয়ভাবে পাকিদের হারিয়ে এশিয়া কাপের ফাইনালে। এ নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশ জুড়ে। চিকিৎসক সমাজও নানা কথায় মন্তব্য আলোচনায় তাদের উচ্ছাস প্রকাশ করছেন।
কই এখন বিশ্ব নিন্দিত প্লেবয় ক্রিকেটার ইমরান খান।
বিশিষ্ট চিকিৎসক
শাহাদাৎ হোসেন রোমেল শ্লোগান দিচ্ছেন,

দেশের প্রধান মন্ত্রীরে ডাইকা আন পাকিরা!!

বিশিষ্ট চিকিৎসক জয়নাল আবেদিন এখন অসাধারণ পর্যক্ষেণে বলছেন,

শেষ ৪ বলে দরকার ৩৮ রান, হাতে এক উইকেট।
এই সময়ে নন স্ট্রাইকে থাকা ১১ নাম্বার ব্যাটসম্যান দৌঁড়ে গিয়ে ১০ নাম্বার ব্যাটসম্যানকে সিরিয়াস ভঙ্গিতে টিপস দিল। অতঃপর তারা গ্লাভস টুকাটুকিও করল।

কী পরামর্শ দিল জুনায়েদ খান? ডাউন দ্য উইকেটে গিয়ে ১০ মার? নাকি রিভার্স সুইপ করে ১২?

যাই বলুক, ক্রিকেটে ইহা এত অতিমানবীয় দৃশ্যই বটে। এসব দৃশ্য পাকিস্তান ছাড়া কেউ দেখাতে পারে না, পারবেও না।"

বিশিষ্ট চিকিৎসক শমসের হোসেন বলেন, পাকি বদরা ওই সময় পরামর্শ করছিল মোস্তাফিজকে কোনভাবেই ৫ উইকেট নিতে দিবে না। এমনই হিংস্র অসভ্য এই পাকিরা । গাভাসকার বা শচীনের সেঞ্চুরি ঠেকাতে পাকিরা অনেকবার ইচ্ছে করে ১০০ রও কম রানে আউট হয়েছে। এবারও ফিজের ৫ উইকেট ঠেকাতে ওরা খুঢ়িয়ে খুড়িয়ে উইকেট বাচিয়ে খেলছিল।

তরুণ চিকিৎসক লেখক ডা. রাকিব উদ্দিন বলছেন,

বাংলাদেশের ২য় সারির দলের কাছে পাক বধ! তবে আজকে কতগুলো অপজন্মের গা জ্বলবে যাদের রক্তে পাকি বীজ আছে!!!যাই হোক অভিনন্দন বাংলাদেশ!! ফাইনালে ভারতকে হারানোর অপেক্ষায় আছি।
______________________

ডা. আবদুল্লাহ সাঈদ( আলম )। লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়