Ameen Qudir

Published:
2016-12-10 17:22:34 BdST

বান্ধবীও হতে পারেন ক্ষমতার উত্তরাধিকারী


            

ডাক্তার প্রতিদিন
__________________

এমনটাও হয়। তবে বিরল ক্ষেত্রে হয় । উপমহাদেশের দেশগুলোয় পাওয়ার পলিটিক্সে উত্তরাধিকারী করার রেওয়াজ সন্তান বা স্বামী/স্ত্রীকে।
কিন্তু কোন পাওয়ার পার্সনের জীবনে বন্ধু /বান্ধবীর মূল্য কম নয়। দোশতই তো; দুশমন তো নয়।
সেটাই হতে চলেছে তামিলনাডুতে।

তামিলনাডুর দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাগামের (এআইডিএমকে)কর্নধার হয়ে আসছেন সদ্যপ্রয়াত জয় ললিতার বান্ধবী শশীকলা ।
শশীকলাই এআইডিএমকের নতুন সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। এর আগে ক্ষমতাবান এই পদে ২৭ বছর ধরে ছিলেন তাঁর বান্ধবী জয়ললিতা।

জয়ললিতার বান্ধবী শশীকলা ছিলেন ভিডিও ব্যবসায়ী। চেন্নাইয়ের পোজ গার্ডেনে জয়ললিতার বাড়িতেই থাকেন তিনি। দীর্ঘদিন থেকে প্রভাবশালী বান্ধবীর ছায়াতেই ছিলেন। দলীয় বা সরকারি কোনো পদে ছিলেন না। তবে জয়ললিতার মৃত্যুর পর এখন তামিলনাড়ুর রাজনীতির মূল দৃশ্যপটে তিনি। শশীকলাই জয়ললিতার শেষকৃত্যে নেতৃত্ব দেন। মৃতদেহের পাশে ছিলেন সারাক্ষণ। জয়ললিতার অন্য স্বজনদের বেশিক্ষণের জন্য মরদেহের পাশে ভিড়তে পর্যন্ত দেননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়