Ameen Qudir

Published:
2018-07-13 18:23:30 BdST

ইংল্যান্ড : খেলার রাজনীতি,রাজনীতির খেলা : অভিনন্দন ক্রোয়েশিয়া


ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট


মেজর ডা. খোশরোজ সামাদ
_________________________________

আমরা প্রায়ই বলি খেলাতো খেলাই, তাতে আবার রাজনীতি কি? কোন দল সমর্থন করবার সময় ভাল খেলাকেই অগ্রগণ্য বিবেচনায় করা উচিত । আসলে কি তাই? ভারত বনাম পাকিস্থান ক্রিকেট খেলার দিন স্টেডিয়ামে গেলে প্রকৃত অবস্থা বোঝা যায় । আমরা ' ফেভারিট টিম' বেছে নিতে রাজনৈতিক মতাদর্শ, প্রতিবেশী, ধর্ম,জাতি,ভুগল কত কিছুই যে টেনে আনি !

২।বাংলাদেশের প্রায় ৯০% ফুটবলপ্রেমী ব্রাজিল - আর্জেন্টিনার সমর্থক। বাকীদের মধ্যে জার্মানি,ফ্রান্সেরও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছে। বিশ্বের কথিত সভ্যদেশ ইংল্যান্ড। কিন্তু,তাদের ফ্যানদের চরিত্র কি? স্টেডিয়ামে তারা উন্মাদের উন্মত্ততায় প্রতিপক্ষের খেলোয়াড়দের উপর হামলা চালিয়েছিল। শুধু আহত করেই তাদের' জাত্যাভিমান' যায় নি বরং প্রতিপক্ষের সমর্থকদেরকে নৃশংসভাবে স্টেডিয়ামের মাটিতেই হত্যা করে। তাদের খেলোয়াড়দের আচরণ দেখলেও অহংবোধ ফুটে উঠার দৃশ্য দিব্যি চোখে পরে। আমাদের এই বাংলায় বেনিয়ার বেশে এসে তারা ছলে -বলে - কৌশলে ২০০ বছর গোলামির জিঞ্জির পরায়। তাদের শাসনের উপজাত হিসেবে দুর্ভিক্ষ - এ এই বাংলার এক তৃতীয়াংশ মানুষ না খেয়ে মারা যায়। সেই দেশের দলকে আমি নৈতিকভাবে সমর্থন করতে পারি না।দেশটি আসলে গ্রেট ব্রিটেন।সার্বভৌমত্বের প্রশ্নে ইংল্যান্ড - এর পাশাপাশি স্কটল্যান্ড,আয়ারল্যান্ড, ওয়েলসও তাদের অন্তর্ভুক্ত ।কিন্তু,খেলায় অন্য শরীকদের সাথে নেয়ার প্রশ্নে তারা উন্নাসিকতায় আক্রান্ত হয়।তাই গ্রেট ব্রিটেন হয়ে যায় ইংল্যান্ড ।

৪। ক্রোয়েশিয়া দেশ হিসেবে ছোট। ভেঙে যাওয়া যুগোস্লাভিয়ার একটি খন্ডাংশ মাত্র। তাদের আর্থিক অবস্থা ইংল্যান্ডের কাছে নস্যি। এবারেই তারা বিশ্বকাপে এতদূর এসেছে। তারকা খ্যতির ঝলকে নয় ভাল খেলায় তাদেরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। উদীয়মান দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখতে আরো আরো বেশী সমর্থন প্রয়োজন।হাজার হাজার কিলোমিটার দূরের প্রত্যন্ত এই বাংলার একজনের সমর্থনে কারোরই কিছু আসা যাবে না তবুও আমার অবস্থান ছিল অন্তত ইংল্যান্ডের বিপক্ষে।
অভিনন্দন ক্রোয়েশিয়া।
___________________________

লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়