Ameen Qudir

Published:
2018-06-11 17:22:10 BdST

সালমাদের কাছ থেকে মানসিক দৃঢ়তার টিপস নিতে পারে সাকিবরা


 

 

ডা. কামরুল হাসান সোহেল
___________________

 

বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল এশিয়া কাপ জিতে নিল,শেষ বলে দুই রান তারা ঠিকই নিতে পারলো। হ্যাটস অফ টু দেম।

অভিনন্দন নারী ক্রিকেট টিম কে।

 


টাইগারদের এখন পর্যন্ত কোন কাপ জয়ের রেকর্ড নেই, অদূর ভবিষ্যতেও কোন সম্ভাবনা নেই। কি করে পারবে তারা? শেষ তিন বলে দুই রান নিতে পারেনা তারা,হার্দিক পান্ডেয়ার বল বুঝেনা মুশফিক,রিয়াদের মত ব্যাটসম্যান? এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের সাথে হেরে যায় দুই রানে, আফগানিস্তানের সাথে টি-২০ হেরে যায় ১ রানে? ক্রিকেটে সাউথ আফ্রিকার পরে যদি চোকার বলে কোন টিম থেকে থাকে তাহলো বাংলাদেশ। এরা ফাইনালে যাবে কিন্তু কখনো ফাইনাল ম্যাচ জিততে পারবেনা। টাইগারদের জন্য সাইকোলজিস্ট নিয়োগ দেয়া দরকার, তাদের মানসিক দৃঢ়তা বলতে কিছু নেই। তার চেয়ে আইসিসি ট্রফির ফাইনালের শান্তই অনেক ভাল ছিল, ব্যাটে বলে হোক না হোক দৌড়ে বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে গিয়েছিল। যদি মুশফিক আর রিয়াদ হতো তাহলে হয়তো আমাদের ১৯৯৯ এর বিশ্বকাপটাই খেলা হতো না।

সমবেদনা টিম টাইগার্স-র জন্য

 


মহিলা ক্রিকেট টিমের সদস্যদের কাছ থেকে টিপস নিতে পারে টাইগাররা কিভাবে শেষ বল পর্যন্ত মানসিক দৃঢ়তা ধরে রাখা যায়, দলকে জয়ের বন্দরে ভিড়ানো যায়, চ্যাম্পিয়ন বানানো যায়।

অভিনন্দন নারী ক্রিকেট টিম কে।
সমবেদনা টিম টাইগার্স-র জন্য।
_______________________
ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়