ডেস্ক

Published:
2021-04-17 14:20:54 BdST

কবরী ছিলেন এই বাংলার কবরী


ডেস্ক 

----------------------

বাংলার কবরী নেই,  শোক সাগরে ভাসছে বাংলাদেশ।

লেখক, কলামিস্ট,  চিকিৎসা বিদ্যার শিক্ষার্থী অমি রহমান পিয়াল লিখেছেন, কবরী কি ছিলেন? এই বাংলার সুচিত্রা সেন? আভা গার্ডনার? না, কবরী ছিলেন এই বাংলার কবরী। তিনি কারো মতো নন, তিনি তার মতোন। আমাদের কবরী, সোনার বাংলার সোনার মেয়ে কবরী! তিনি আমাদের একজন নক্ষত্র ছিলেন। একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বিপাকে পড়া বাংলা চলচ্চিত্রকে টেনে বয়ে নিয়ে গেছেন যে কজন, তাদের শুরুর কাঁধ কবরীর। আমাদের কবরী! শান্তিতে ঘুমাও সোনার মেয়ে...

লেখক কলামিস্ট সুবক্তা ডা. মেজর খোশরোজ সামাদ লিখেছেন, 

কবরীর হত্যাকাণ্ড এবং খুনীদের পরিচয়
---------------------------------------------
করোনার সর্বশেষ শিকার কবরী। কবরীর কোন বিশেষণ দরকার নেই। কিংবদন্তী শব্দটি বোধ করি তাঁর জন্যই সৃষ্টি হয়েছিল।
কবরীকে যারা ভালবেসেছিলেন,শ্রদ্ধা করেছিলেন, সারা দেশের সেই কোটি কোটি মানুষ যদি সমস্বরে চিৎকার করে বলে উঠেন এটি মৃত্যু নয়, হত্যাকাণ্ড। যদি বলেন, সেইসব দূর্বৃত্ত যারা মাস্ক পরবার শত অনুরোধ দুইপায়ে দলে গেছে, সবাস্থ্যবিধি মেনে চলবার অনুরোধ বৃদ্ধাংগুলি দেখিয়ে করোনার কোটি কোটি জীবানু ছড়িয়ে অন্যদেরকে সংক্রমিত করেছে ,ভ্যাক্সিন দেয়ার বিরুদ্ধে পরিকল্পিত প্ররোচণা চালিয়ে ডেকে এনেছে একের পর এক মনুষ্য নামের অমৃতের সন্তানদের নির্মম মৃত্যু। তবে কবরীর মৃত্যুকে হত্যাকাণ্ড এবং খুনীদের বিচারের যথোপযুক্ত দাবী কি মিথ্যা হবে?? খুব বড় রকম মিথ্যা???

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়