Ameen Qudir

Published:
2020-04-15 18:16:22 BdST

ডা. শামীম আল মামুন, মাফ করে দিস ভাই!


 

ডেস্ক
_______________________
চলে গেলেন সবার প্রিয় ডা. শামীম আল মামুন । সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের চিকিৎসক
ও মনোরোগ বিশেষজ্ঞ। কর্মরত ছিলেন নিউইয়র্কে ।করোনা ছাড় দিলো না এই মেধাবী চিকিৎসককে। জানিয়েছেন লেখক মনোরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল।
ডা. শামীম আল মামুন এর প্রয়াণে এক মর্মস্পর্শী শোক এপিটাফ লিখেছেন
ডা. তসলিমউদ্দিন । সেটা প্রকাশ হল।

ডা. তসলিমউদ্দিন
___________________

মামুন মাফ করে দিস ভাই!

১৯৭৬ সাল থেকে আবুসিনা হোস্টেল, কলেজ - হাসপাতাল ক্যামপাস, তোর সবকিছুতেই একটা তদারকি ছিল বলে বার্ষিক খেতাব পেয়েছিলি " ধলা কর্তা"। হোয়াইট সুন্দর ফিট-ফাট, ফাটাফাটি অবয়ব, হাসি মুখে কি অমায়িক বন্ধুবাৎসল মানুষটা। তুই যে ছিলি আমাদের পালের গোদা!
তুই তো টিম লিডার হিসেবে জাতীয় টিভি বিতর্ক প্রতিযোগিতায় সিলেট মেডিক্যল -কে সেদিন বিজয় এনে দিলে। কত বড় সন্মান! কি অসম্ভব সিরিয়াস স্টুডেন্ট ছিলি তুই, স্যার দের স্নেহ, ভালোবাসা সবই পেয়েছিস মামুন!

কর্ম জীবনে আমেরিকায় ছিলি প্রতিষ্ঠিত নামীদামী মনরোগ বিশেষজ্ঞ হিসেবে। ছুটিতে দেশে আসলে " এই কে কোথায় আছিস আয় বসি" আর শুনবো না সেই বন্ধুত্বের আহ্বান। সে বারে ঢাকায় বন্ধু আড্ডায় কি কি করেছো, কি খেয়েছো, আর কি কথাই বা হলো ; আজ তার কিছু মনে নেই। তবে মনে পড়ে, বন্ধুদের জন্য লাল গোলাপ নিয়ে এসেছিলি, হাসি মুখে ফুল বন্ধুদের হাতে তুলে দিলি। তোকে দারুণ ভাবে অনেকখন জড়িয়ে ধরেছিলাম,, এরকম অনেক কিছু মনে পড়ে ঝাপসা!

চলে গেলি না ফেরার দেশে, জমবে না আর তোকে নিয়ে বন্ধু আড্ডা। চলবে না মন খোলা সে অফুরন্ত হাসি তামাসা! মাফ করে দিস ভাই।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়